
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিশ্বকাপে স্বপ্নের দৌড়ে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত সবকটি ম্যাচেই বিপক্ষ দলকে গুঁড়িয়ে দিতে সফল হয়েছে রোহিত শর্মার দল। বড় ব্যবধানে জয় পেয়েছে প্রায় প্রতিটি ম্যাচেই। ব্যাটিং হোক কী বোলিং এবং ফিল্ডিং, প্রতিটি বিভাগেই এগিয়ে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েই সেমিফাইনালের টিকিট পাকা করে নিয়েছিল টিম ইন্ডিয়া। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়টা একটি বাড়তি আত্মবিশ্বাস জাগিয়েছে দলের মধ্যে। এরই মাঝে সেমিফাইনাল ভারতের কাছে কেমন হতে পারে, সেই সম্বন্ধে সচেতন করলেন প্রাক্তন পাক তারকা মিসবা-উল-হক। তিনি জানান সেমিফাইনাল অত সহজ হবে না টিম ইন্ডিয়ার জন্য এবং মুখোমুখি হতে হবে অনেক বাধার।
পাকিস্তানের বিখ্যাত 'এ স্পোর্টস' চ্যানেলে আলোচনায় প্রাক্তন পাক তারকা বলে, 'এই বিষয়টা পাকা যে গ্রুপ পর্বে একটি দল যত ভালো খেলে, তত বেশি তাদের উপর প্রত্যাশা চলে আসে সকলের। কিন্তু সেমিফাইনাল সম্পূর্ণ অন্যরকম পর্ব। এখানে পরিস্থিতি বদলাতে বেশিক্ষণ সময় লাগে না। যেকোনও মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন। সুতরাং প্রথম ২-৩ ওভারের মধ্যে যদি ভারতে চাপে ফেলে দেয় বিপক্ষ দল, তখনই চাপ কি জিনিস ওরা বুঝতে পারবে। তখনই অনেক কিছু ওদের হারাতে হতে পারে। সুতরাং বিপক্ষ দলের কাছে একটা বাইরের সুযোগ থেকে যাবে।'
সেই আলোচনায় ছিলেন আরওক প্রাক্তন পাক তারকা শোয়েব মালিক। তিনি জানান, ‘আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া সেই কাজ করে দেখাতে পারবে। যদিও সেমিফাইনালের টিকিট এখনও পায়নি অস্ট্রেলিয়া, তবে মনে করা হচ্ছে দ্রুতই সেটা অর্জন করবে তারা।’ উল্লেখ্য, রবিবার দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারায় টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা। নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলে টিম ইন্ডিয়া। এদিন নিজের ৪৯তম শতরান করে 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করেন কোহলি।
পাশাপাশি, ভাঙলেন কুমার সাঙ্গাকারার রেকর্ডও। ১২১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়াও ৮৭ বলে ৭৭ রানের একটি নিখুঁত ও সাজানো-গোছানো ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার। জবাবে রান তাড়া করতে নেমে ২৭.১ ওভারে ৮৩ রানে অলআউট হয়ে যায় বাভূমা বাহিনী। ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা তোলেন পাঁচটি উইকেট। দুটি করে উইকেট নেন কুলদীপ যাদব ও মহম্মদ শামি এবং একটি উইকেট পান মহম্মদ সিরাজ। ম্যাচের সেরা হন বিরাট কোহলি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports