শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে যতটা নাটক হয়েছে ততটাই হয়েছে মাঠের বাইরেও। প্রথম সেমিফাইনাল ম্যাচের আগে ২২ গজ ছিল সব খবরের শিরোনামে। অভিযোগ ছিল আইসিসিকে নাকি না জানিয়েই সেমিফাইনালের পিচ বদলেছে বিসিসিআই! বিতর্ক এতটাই চরমে পৌঁছেছিল যে ময়দানে নামতে হয় আইসিসিকে। তাদের তরফে এক বিবৃতি দিয়ে বিষয়টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়। তবে ৭ নম্বর পিচের বদলে যে ৬ নম্বর পিচে খেলা হয়েছে অর্থাৎ পিচ যে বদল হয়েছে সে কথা কার্যত মেনে নেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়েই সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে। গোটা ঘটনায় তিনি যে বিস্মিত সে কথা জানাতেও ভোলেননি ভক্তদের আদরের 'জাম্বো'।বিষয়টি নিয়ে বলতে গিয়ে অনিল কুম্বলে জানিয়েছেন, ‘আমি বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত নয়। আমি সঠিকভাবে জানি না যে কী হয়েছে বা কী হয়নি।তবে আমি যা শুনছি সেটা যদি সত্যি হয় বিষয়টা আমাকে খুব হতবাক করেছে। আমি নিশ্চিত নই যে এই বিষয়টি সফরকারী দল ঠিক কীভাবে নেবে। তবে গোটা ঘটনায় আমি খুব বিস্মিত যে সেমিফাইনালের আগে পিচের পরিবর্তন করা হয়েছে। ব্রডকাস্টিংয়ের জন্য সমস্ত যন্ত্রপাতি খেলা নতুন পিচে হবে ধরে নিয়েই বসানো হয়েছিল। পরবর্তীতে পিচের পরিবর্তন হওয়ার পরেই এই যন্ত্রপাতির অবস্থানেও পরিবর্তন করা হয়। ক্যামেরা থেকে সব যন্ত্রপাতি যে পিচটা ব্যবহার করা হয়েছিল সে দিকেই ফোকাস করে বসানো হয়।’তিনি আরও যোগ করেন, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামের ২২ গজ সাধারণত ব্যাটিং সহায়ক ২২ গজ হয়। এই পিচ ব্যাটারদের স্ট্রোক প্লে'তে সহায়তা করে। ব্যাটে খুব ভালোভাবে বল আসে। ফলে পিচ বদল হোক বা না হোক এটা আলাদা করে কোন ফারাক ফেলত না।’ উল্লেখ্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে দুই দল মিলিয়ে ওঠে মোট ৭২৪ রান। আইসিসির ওডিআই বিশ্বকাপের নক আউট পর্বের এক ম্যাচে যা সর্বাধিক রান। ভারত প্রথমে ব্যাট করে চার উইকেটে ৩৯৭ রান করে। বিরাট কোহলি ১১৭, শ্রেয়স আইয়ার ১০৫ এবং শুভমন গিল ৮০ রান করে আউট হন। জবাবে ডারিল মিচেলের ১৩৪ এবং কেন উইলিয়ামসনের ৬৯ রানে ভর করে কিউয়িরা ৩২৭ রান করতে সমর্থ হয়। দিনের শেষে ৭০ রানের ব্যবধানে জিতে ফাইনালে চলে যায় ভারতীয় দল।