বাংলা নিউজ > ক্রিকেট > IND vs BAN 1st T20I: বাংলাদেশের হারের কারণ কী? কাদের উপর দায় চাপালেন দলের অধিনায়ক শান্ত?
পরবর্তী খবর
IND vs BAN 1st T20I: বাংলাদেশের হারের কারণ কী? কাদের উপর দায় চাপালেন দলের অধিনায়ক শান্ত?
2 মিনিটে পড়ুন Updated: 07 Oct 2024, 07:07 AM ISTSanjib Halder
ভারতের বিরুদ্ধে সাত উইকেটে হারের পরে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি আমরা ভালো শুরু করতে পারিনি। টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার গুরুত্বপূর্ণ কিন্তু সেই সময়ে আমরা ভালো করতে পারিনি।’
Ad
হারের দায় কাদের উপর চাপালেন দলের অধিনায়ক শান্ত? (ছবি-AP)
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে ছিল, এবার টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ। তবে ভারতের সামনে সবকিছু যেন ভেঙে গেল। সাত উইকেটে ম্যাচে হারল বাংলাদেশ। ম্যাচের পরে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি আমরা ভালো শুরু করতে পারিনি। টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার গুরুত্বপূর্ণ কিন্তু সেই সময়ে আমরা ভালো করতে পারিনি।’
হারের কারণ কী?
এরপরে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘পরিকল্পনা ছিল ইতিবাচক ক্রিকেট খেলা, কিন্তু আমাদের কিছু ওভার পরিচালনা করতে হবে, যেভাবে আমরা এগিয়ে যেতে চাই। মনে হচ্ছে আমাদের খুব বেশি পরিকল্পনা ছিল না, কিন্তু পরের ম্যাচে আমাদের সঠিক পরিকল্পনা করতে হবে। আমাদের স্ট্রাইক রোটেটিংয়ে ফোকাস করতে হবে। টি-টোয়েন্টি শুধু আঘাত করা নয়। উইকেট হাতে রাখলে আমরা ভালো স্কোর পেতে পারি। আমরা বেশি রান করতে পারিনি।’
৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ পিছিয়ে আছে ১-০ ব্যবধানে। দিল্লিতে সিরিজ বাঁচানোর দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর। শান্ত দেখছেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন, ‘আমি বিশ্বাস করি, সামনের ম্যাচে ইতিবাচক ক্রিকেট খেলব। জয়ের জন্য খেলবো। এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে কিন্তু আমরা বিশ্বাস করি আমরা এর চেয়ে ভালো পারফর্ম করা দল।’ দুই ক্রিকেটারের প্রশংসা করলেও নিজেদের ব্য়াটিং ব্যর্থতার কথা বলেন শান্ত। ম্যাচের পরে বাংলাদেশের অধিনায়ক বলেন ‘রিশাদ ভালো বোলিং করেছে এবং ফিজও ভালো করেছিলেন। কিন্তু স্কোর বোর্ডে আমাদের যথেষ্ট রান ছিল না।’ আগ্রাসী ক্রিকেট খেলার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বিরুদ্ধে শুরুতেই হোঁচট খেয়েছিল। বদলে যাওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামলেও পারফরম্যান্স সেই আগের মতোই ছিল।
শ্রীমান্ত মাধবরাও স্টেডিয়ামে বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে দিল ভারত। বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য টপকাতে ভারতের লেগেছে মাত্র ৭১টি বল! অথচ প্রথম ইনিংসে ব্যাটিং দেখে মনে হল উইকেট বুঝি অনেক কঠিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স কি খারাপের দিকে যাচ্ছে? স্বল্প উত্তরে এমন ধারণা উড়িয়ে দিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘খারাপ হয়েছে যে সেটাও বলব না। আমার মনে হয় যে, এর থেকে আমরা ভালো দল। শেষ অনেক দিন ধরে এই সংস্করণে আমরা ভালো পারফরম্যান্স করছি না। কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল।’ বাংলাদেশের অধিনায়ক উইকেট নিয়ে অভিযোগ দিতে গিয়েও দিলেন না, ‘উইকেট স্লো ও লো খুব সামান্য ছিল। এটা মানিয়ে নেওয়ার মতো। কিন্তু আমাদের শুরুতেই অনেক উইকেট পড়ে গেছে। শুরুতে একটা-দুটার বেশি উইকেট পড়ে গেলে পরের ব্যাটারদের জন্য খুব কঠিন হয়। আমার কাছে হারের প্রধান ও মূল কারণ হল প্রথম ৬ ওভারে একটু বেশি উইকেট পড়ে গিয়েছে।’