ইডেনের পিচ নিয়ে চলছে তীব্র বিতর্ক। কলকাতা নাইট রাইডার্স বনাম ইডেনের পিচ কিউরেটরের মধ্যে চলছে তীব্র লড়াই। এর মাঝেই আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও তাদের ঘরের মাঠ চিন্নাস্বামীর পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যাটিং কোচ দীনেশ কার্তিক চলতি আইপিএল ২০২৫-এ পিচ প্রস্তুতি নিয়ে তাঁর অসন্তোষ প্রকাশ করেছেন।
পিচ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন আরসিবি-র ব্যাটিং কোচ কার্তিক
আরসিবি তাদের হোম ম্যাচগুলো পরপর হেরে চলেছে। যে কারণে প্রাক্তন ভারত এবং আরসিবি উইকেটরক্ষক-ব্যাটার চিন্নাস্বামী স্টেডিয়ামে পিচ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যাটিং-বান্ধব পিচের জন্য অনুরোধ করা সত্ত্বেও, কার্তিক প্রকাশ করেছেন যে, দলকে চ্যালেঞ্জিং পিচ দেওয়া হয়েছিল, যা তাদের পাওয়ার হাউস লাইনআপকে ফালাফালা করে দিয়েছিল।
আরও পড়ুন: আল্ট্রাএজে স্পাইক, CSK অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ম্যাচেই ধোনির আউট নিয়ে শুরু বিতর্ক
ম্যাচ পরবর্তী সংবাদিক সম্মেলনে দীনেশ কার্তিকের দাবি, ‘প্রথম দুই ম্যাচে আমরা ভালো পিচ চেয়েছিলাম। তবে এটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যেখানে ব্যাট করা চ্যালেঞ্জিং ছিল। তাই আমরা যা পাচ্ছি, তা দিয়েই সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
ঘরের মাঠে দুই ম্যাচেই ব্যাটিং নিয়ে চাপে পড়েছে আরসিবি
গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে উভয় ম্যাচেই আরসিবি যথাক্রমে ১৬৯/৮ এবং ১৬৩/৭ রান করেন। বর্তমানে আইপিএলে এই দু'টোই বেশ কম স্কোর। মার্কি ব্যাটাররা এমন পিচে খেলতে ব্যর্থ হয়েছেন। কার্তিক ইঙ্গিত দিয়েছেন যে, ফ্র্যাঞ্চাইজি শীঘ্রই খেলার পরিস্থিতি নিয়ে স্টেডিয়ামের কিউরেটরের সঙ্গে আলোচনা শুরু করবে।
আরও পড়ুন: RR-এর বৈভব সূর্যবংশীর বন্ধু কি CSK-তে রুতুর বিকল্প হতে চলেছেন? শুরু বড় জল্পনা
তিনি বলেছেন, ‘তবে আমরা তাঁর (কিউরেটর) সঙ্গে কথা বলব। আমরা কাজের বিষয়ে তাঁর উপর আস্থা রাখছি। তবে, এটি এমন কোনও পিচ নয়, যা ব্যাটসম্যানদের খুব বেশি সহায়তা করছে। এটা একটা চ্যালেঞ্জিং পিচ। এখনও পর্যন্ত আমরা যে দু'টো ম্যাচ এই পিচে খেলেছি, সেই দুটো ম্যাচেই একই পরিস্থিতি ছিল।’
ঘরের মাঠের পিচ নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাজির তীব্র ক্ষোভ
গোটা মরশুম জুড়েই সাংবাদিক সম্মেলনেও প্রাধান্য পেয়েছে পিচ ঘিরে আলোচনা। কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইডেন গার্ডেন্সের প্রস্তুত পিচ নিয়ে প্রথম কথা বলেছিলেন যে, এটি দলের জন্য পক্ষে অনুকূল নয়।
আরও পড়ুন: IPL-এর পদাঙ্কই অনুসরণ ICC-র? হয়তো উঠবে ODI-এ ২টি নতুন বল ব্যবহারের নিয়ম- রিপোর্ট