সচরাচর ব্যাট হাতে এমন পালটা দিতে দেখা যায় রোহিত শর্মাকে। প্রতিপক্ষ দলের কারও মন্তব্য নিয়ে এমন আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে কদাচিৎই দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালা টেস্টের আগে হিটম্যান ব্যাজবল প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে ব্যাজবল স্টাইলেই ছক্কা হাঁকালেন। বেন ডাকেটকে তিনি ধুইয়ে দিলেন ঋষভ পন্তের উদাহরণ টেনে।
প্রথমত, ব্যাজবল জমানায় ইংল্যান্ড টেস্টে আগ্রাসী ব্যাটিং করে ঠিকই, তবে তার মানে এই নয় যে, বেন স্টোকসদের আগে আর কোনও দলের কোনও ক্রিকেটারকে টেস্টে দ্রুত রান তুলতে দেখা যায়নি। ব্যাজবল প্রসঙ্গে তর্কের খাতিরে অনেকেই বীরেন্দ্র সেহওয়াগকে উদাহরণ হিসেবে তুলে ধরেন, স্বয়ং ধোনি যাঁকে নিয়ে বলেছিলেন যে, বীরুর মতো ক্রিকেটারের কাছে ক্রিকেটের সব ফর্ম্যাটই সমান।
টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশের পর থেকে যশস্বী জসওয়াল দ্রুত গতিতে রান তুলতে অভ্যস্ত। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে যশস্বী রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন ব্যাট হাতে। সব দেখে শুনে ব্রিটিশ তারকা বেন ডাকেট কৃতিত্ব দেওয়ার চেষ্টা করেন তাঁদের ব্যাজবল স্টাইলকে।
আরও পড়ুন:- ১০০-টেস্ট ক্লাবে ১৪তম ভারতীয় অশ্বিন! ৮০ জনের এলিট লিস্টে ইংল্যান্ডের সদস্য সব থেকে বেশি, দেখুন তালিকা
ডাকেট দাবি করেন যে, যশস্বীর মতো প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও তাঁদের ব্যাজবল স্টাইল থেকে অনুপ্রেরণা নিয়ে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করছেন। সুতরাং, এক্ষেত্রে তাঁদের কৃতিত্ব প্রাপ্য। ডাকেটের মন্তব্যের সমালোচনা করেছেন তাঁর দেখের প্রাক্তনীরাই। প্রাক্তন ব্রিটিশ দলনায়ক নাসের হুসেন এমন মন্তব্যের জন্য তো চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন ডাকেটকে।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: ফের রঞ্জি ফাইনালে একই রাজ্যের ২টি দল, ফিরল ৫৩ বছর আগের ইতিহাস
এবার ধরমশালা টেস্টের আগে ডাকেটের এমন মন্তব্য প্রসঙ্গে রোহিত শর্মার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি হাসিমুখে কটাক্ষ ছুঁড়ে দেন ব্যাজবল শৈলীকে। রোহিত বলেন, ‘যশস্বী জসওয়াল বেন ডাকেটের থেকে শিখেছে? আমাদের দলে একজন ছেলে ছিল, যার নাম ঋষভ পন্ত। সম্ভবত বেন ডাকেট তার খেলা দেখেনি।’
আরও পড়ুন:- UEFA Champions League: হ্যারি কেনের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন, এমবাপের দাপটে শেষ আটে PSG
বাস্তবিকই বীরেন্দ্র সেহওয়াগ, ঋষভ পন্তরা টেস্টেও যে রকম আগ্রাসী মেজাজে ব্যাট করতেন, তা থেকে অনুপ্রাণিত হতে পারে ব্যাজবল শৈলী। রোহিত আরও বলেন, ‘আমি বুঝি না ব্যাজবল ক্রিকেটটা আসলে কী! আমি তো কাউকেই দুমদাম ব্যাট চালাতে দেখছি না। গতবারের তুলনায় এবার ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলছে বটে, তবে আমি জানি না ব্যাজবলের মানেটা কী।’