বাংলা নিউজ > ক্রিকেট > T20 World Cup 2024: আমি দলের অধিনায়ক, ওকে কখনও ব্যাট করতেই দেখলাম না- ICC-র ভিডিয়োতে কুলদীপকে রোস্ট করলেন রোহিত- ভিডিয়ো
পরবর্তী খবর
T20 World Cup 2024: আমি দলের অধিনায়ক, ওকে কখনও ব্যাট করতেই দেখলাম না- ICC-র ভিডিয়োতে কুলদীপকে রোস্ট করলেন রোহিত- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 30 May 2024, 06:54 PM ISTTania Roy
Rohit Sharma roasts Kuldeep Yadav: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি প্রচারমূলক শুটের সময়ে কুলদীপ যাদবকে রীতিমতো রোস্ট করেন রোহিত শর্মা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, নেটপাড়ায় উঠেছে হাসির রোল।
Ad
আমি দলের অধিনায়ক, ওকে কখনও ব্যাট করতেই দেখলাম না- ICC-র ভিডিয়োতে কুলদীপকে রোস্ট করলেন রোহিত।
রোহিত শর্মা মাঝে মাঝেই হাসিঠাট্টা করে থাকেন। কখনও দলের প্লেয়ারদের সঙ্গে, কখনও আবার সাংবাদিক সম্মেলনে। এমন কী মাঠের মধ্যেও খেলা চলাকালীন তাঁর নানা মজাদার মন্তব্য স্টাম্প মাইকের মাধ্যমে ভাইরাল হলে, তা ফোয়ারা ছোটায়। সম্প্রতি সতীর্থ কুলদীপ যাদবকে নিয়ে তিনি মজা করতে গিয়ে, সকলকে হাসিয়ে ছেড়েছেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রচারমূলক শুটের সময়ে একটি বিশেষ উপস্থাপনা ছিল। এবং কুলদীপকে আইসিসি ওডিআই দলের সেরা ক্যাপ উপহার দিতে বলা হয়েছিল রোহিতকে। রোহিত আনন্দের সঙ্গে রাজিও হয়ে যান। এবং এর পর যা ঘটেছিল, তা কমেডি সিনেমার চেয়েও মজাদার।
ভারতের তারকা স্পিনারের হাতে ক্যাপটি তুলে দেন রোহিত। তার পর বলেন, ‘একজন দুর্দান্ত ক্রীড়াবিদকে এই দুর্দান্ত ক্যাপটি উপহার দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে এবং যিনি টিম ইন্ডিয়া, আইসিসি ওডিআই টিম অফ দ্য ইয়ার হয়েছেন, সেই কুলদীপ আমাদের জন্য সত্যিকারের সম্পদ হয়ে উঠেছেন।’
লাজুক হেসে কুলদীপও বলেন ‘ধন্যবাদ, রোহিত ভাই।’ কুলদীপের লাজুক আচরণ দেখে রোহিত জিজ্ঞেস করেন, ‘তুমি কি কিছু বলতে চাও?’ প্রথমে রাজি হননি কুলদীপ। তখন রোহিত তাঁকে জোর দিয়ে বলেন, ‘তোমার কিছু বলা উচিত।’ অধিনায়ক জোর করায় কুলদীপ বলেন, ‘আমার বেশি কিছু বলার নেই। মানে গত বছর ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই আমার একটি দুর্দান্ত মরশুম ছিল।’
রোহিত তখন চমকে উঠে জিজ্ঞেস করেন, ‘ব্যাট?’ কুলদীপ থতমত খেয়ে বলেন, ‘হ্যাঁ।’ রোহিত আবার জিজ্ঞেস করল, ‘কবে?’ তোতলাতে শুরু করেন কুলদীপ, ‘মানে, মানে।’ রোহিত পালটা চেপে ধরে জানতে চান, ‘মানে, কখন?’ কুলদীপ রাখঢাক না করে বলে দেন, ‘টেস্ট সিরিজে।’ রোহিতও ছাড়বার পাত্র নন, তিনি জানিয়ে দেন, ‘এটা ওডিআই।’
নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করে, কুলদীপ বলেন, ‘তবে আমি ব্যাট দিয়েও পারফর্ম করেছি, আর গত বছর বিশ্বকাপের সময়েও আমি বল হাতে সত্যিই ভালো করেছিলাম।’ রোহিত তখন হাসতে হাসতে জবাব দেন, ‘আমি এই দলের অধিনায়ক। আমি ওকে কখনও ব্যাট করতে দেখিনি। তাই, আমি জানি না ও কী নিয়ে কথা বলছে।’ মুচকি হেসে কুলদীপ বলেন, ‘ধন্যবাদ, রোহিত ভাই।’ এই ভিডিয়টি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। কুলদীপকে মোটামুটি বাকরুদ্ধ করে ছেড়েছেন রোহিত।