USA v Bangladesh warmup match canceled: ডালাসে খারাপ আবহাওয়া ও ঝড়ের কারণে বাতিল করা হল বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়ার্ম আপ ম্যাচ। মূলত ডালাসে ঝড়ের কারণে স্টেডিয়াম খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে প্রতিকূল আবহাওয়ার জন্য রেড অ্যালার্টও জারি করা হয়েছে। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগে আমেরিকার আবহাওয়ার ভয়ঙ্কর ছবি দেখল বিশ্ব ক্রিকেট।
বাতিল বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্য়াচ
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও আগামী ১ জুন নিউইয়র্কে প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধেই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে বাজে আবহাওয়ার কারণে ম্যাচটি বাতিল করা দেওয়া হয়। এই খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন… Happy International Burger Day: এই বাচ্চাটাকে চিনতে পারছেন? সে এখন বিশ্বের সেরা ক্রিকেটার
কী বলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘এটি নিশ্চিত করা হচ্ছে যে মঙ্গলবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।’ ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে আজ ভারতীয় সময়ে রাত ৯টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ম্যাচটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসির নির্দেশিত দুটি প্রস্তুতিমূলক ম্যাচের মধ্যে প্রথমটি ছিল এই ম্যাচটি। তবে এদিনের আবহাওয়ার কারণে ম্য়াচটি বাতিল হয়ে যায়।
আরও পড়ুন… কমলা টুপি জিতে কোহলি বললেন পরের বছর ছন্দটা ধরে রাখব, বেগুনি টুপির মালিক IPL 2025-এর দিকে তাকিয়ে
দেখেছেন কি স্টেডিয়ামের কত ক্ষতি হয়েছে-
এদিন স্টেডিয়ামের পাশ দিয়ে যেই ঝড়টি গিয়েছিল তাতে স্টেডিয়ামের অর্ধেক অংশই নষ্ট হয়ে যায়। টর্নেডো, প্রচণ্ড বজ্রপাত হয় এবং প্রতিঘণ্টায় ৮০ মাইল হাওয়া বয়। এর ফলে স্টেডিয়ামের একটি অস্থায়ী বড় স্ক্রিন টিভি ধ্বংস হয়ে গিয়েছে। এই ঝড়ে মাঠেরও অনেক ক্ষতি হয়েছে। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের এত বড় আসর বসতে চলেছে। আর টুর্নামেন্ট শুরুর আগেই এমন ছবি! ক্রিকেট প্রশাসক ও ক্রিকেট ভক্তদের চিন্তা বাড়িয়েছে।
আরও পড়ুন… রোহিতরাই জিতবে T20 WC 2024! মিলবে কি মর্গ্যানের ভবিষ্যদ্বাণী? কী বলছেন বিশেষজ্ঞরা
এদিকে কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সিরিজে ২-১ ব্যবধানে বিব্রতকর পরাজয়ের মুখোমুখি হয়েছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। আগামী ২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তাদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।