ভারতীয় দল ২০২৪ সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করতে প্রস্তুত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল এ গ্রুপে রয়েছে। এই গ্রুপে রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, আমেরিকা এবং কানাডা। ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচটি ৫ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়ে ভারতীয় ক্রিকেট দল ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে।
ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। এর পরে, ভারতীয় দল ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচটি একই স্টেডিয়ামে ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। গাভাসকর যাকে ৩ নম্বরে রেখেছেন সেটি বেশ অবাক করা নাম।
আরও পড়ুন… Norway Chess tournament: রমেশবাবু প্রজ্ঞানন্দের বড় সাফল্য! হারালেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে
কী বললেন সুনীল গাভাসকর?
স্টার স্পোর্টসে ভারতীয় দলের প্লেয়িং ইলেভেন বাছাই করার সময় সুনীল গাভাসকর বলেছিলেন, ‘আমি প্লেয়িং ইলেভেন বাছাই করা মোটেও পছন্দ করি না কারণ আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। সর্বদাই একজনের প্রিয় খেলোয়াড় থাকবে, যে আপনার একাদশের অংশ হবে না। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমি একাদশ বেছে নেওয়ার চেষ্টা করি। আমার মতে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির ইনিংস ওপেন করা উচিত, আর যশস্বী জয়সওয়ালের তিন নম্বরে আসা উচিত। চার নম্বরে সূর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে ঋষভ পন্ত।’
সুনীল গাভাসকর আরও বলেছেন, ‘আমার মতে, হার্দিক পান্ডিয়ার ছয় নম্বরে থাকা উচিত, আর রবীন্দ্র জাদেজাকে সাত নম্বরে নামানো উচিত। শিবম দুবে-আট নম্বরে, যদিও তাঁর ব্যাটিং অর্ডার পরিবর্তন করা যেতে পারে। এরপর ৯ নম্বরে কুলদীপ যাদব, ১০ নম্বরে জসপ্রীত বুমরাহ এবং ১১ নম্বরে মহম্মদ সিরাজ। ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অনুশীলন ম্যাচে বাংলাদেশকে যে ভারতীয় দল হারিয়েছিল তাতে দারুণ পারফর্ম করেছিলেন আর্শদীপ সিং, পঞ্জাবের সেই তরুণকে নিজের দলে রাখেননি গাভাসকর।
আরও পড়ুন… T20 WC 2024-এ এমন পিচ! এটা মেনে নেওয়া যায় না- নিউইয়র্কের বাইশ গজ দেখে ICC-র উপর চটলেন মনোজ তিওয়ারি
নিজের দলে সুনীল গাভাসকর চারজন অলরাউন্ডারকে রেখেছেন। এছাড়াও যশস্বীকে তিন নম্বরে খেলাতে বলেছেন। এই দুটো বড় চমকের কথা বলেছেন কিংবদন্তি ক্রিকেটার। এছাড়াও দু জন পেস বোলার ও একজন স্পিনার অর্থাৎ তিন জন প্রধান বোলারকে নিয়ে খেলা কি উচিত, এই প্রশ্নটা বিশেষজ্ঞরা তুলছেন। এখন দেখার রোহিত অ্যান্ড কোম্পানি কোন কম্বিনেশনে মাঠে নামে।