রোহিত শর্মা, বিরাট কোহলিদের অনুপস্থিতিতে শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সূর্যকুমার যাদবের মাঠে নামা কার্যত নিশ্চিত। হেড কোচ রাহুল দ্রাবিড়ও সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচের প্রথম একাদশে জায়গা হচ্ছেই সূর্যর। উল্লেখযোগ্য বিষয় হল, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ১ রান করলেই হতাশাজনক এক অধ্যায় কাটিয়ে উঠবেন সূর্যকুমার। সেক্ষেত্রে লজ্জার নজির থেকে মুক্তি পাবেন তিনি।
আসলে ওয়ান ডে ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের চার নম্বর ম্যাচে মাঠে নেমে রানের খাতা খুলবেন সূর্যকুমার। শেষবার ভারতীয় দল যখন ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়, টানা তিনটি ম্যাচে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন সূর্য।
চলতি বছরের মার্চে ভারত সফরে এসে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মাঠে নামে অস্ট্রেলিয়া। সেই সিরিজের ৩টি ম্যাচে ব্যাট করতে নেমে একবারও খাতা খুলতে পারেননি সূর্য। ১৭ মার্চ ওয়াংখেড়েতে ১ বলে শূন্য রান করে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হন তিনি। ১৯ মার্চ বিশাখাপত্তনমে ১ বলে শূন্য রান করে ফের স্টার্কের বলে এলবিডব্লিউ হন সূর্যকুমার। ২২ মার্চ চেন্নাইয়ে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১ বলে শূন্য রান করে অ্যাস্টন এগরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।
আরও পড়ুন:- IND vs AUS: ভারতীয় দলে পার্টটাইম বোলার নেই কেন? ODI-এর নিয়ম বদলকে দায়ী করলেন দ্রাবিড়
সূর্যকুমার এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট ২৭টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ব্যাট করতে নেমেছেন ২৫টি ইনিংসে। ২২টি ইনিংসে রানের খাতা খুললেও একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে তিনটি ম্যাচে ব্যাট করতে নামেন তিনি, ১ বলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় সূর্যকুমারকে। অর্থাৎ, বাকি কোনও দল সূর্যকুমারকে ওয়ান ডে ফর্ম্যাটে একবারও শূন্য রানে সাজঘরে ফেরাতে পারেনি। একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও খাতা খুলতে পারেনি যাদব।
শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সূর্যকুমার ব্যর্থতার সেই ধারা কাটাতে পারেন কিনা, সেটাই হবে দেখার। উল্লেখ্য, বিস্তর প্রতিভা থাকলেও এখনও পর্যন্ত সূর্যর ওয়ান ডে ক্রিকেটের সার্বিক পারফর্ম্যান্স আহামরি কিছু নয়। তিনি ২৪.৪০ গড়ে সাকুল্যে ৫৩৭ রান সংগ্রহ করেছেন। যদিও স্ট্রাইক-রেট (৯৯.৮১) মন্দ নয়। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৪ রানের। ৫০ ওভারের ক্রিকেটে ৫৬টি চার ও ১১টি ছক্কা হাঁকিয়েছেন যাদব।