বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নিকোলাস পুরান। সেই ম্যাচে ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৭৫ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন লখনউ সুপার জায়ান্টসের ক্যারিবিয়ান তারকা।
দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল মার্শ। অজি তারকা শেষ পর্যন্ত ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৭২ রান করে ক্রিজ ছাড়েন। দিল্লির বিরুদ্ধে মিচেল মার্শের হাফ-সেঞ্চুরি ছিল চলতি আইপিএলে কোনও ব্যাটারের করা দ্রুততম অর্ধশতরান।
বৃহস্পতিবার হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে লখনউয়ের দ্বিতীয় ম্যাচে ফের হাফ-সেঞ্চুরি করেন নিকোলাস পুরান ও মিচেল মার্শ। তবে এবার মার্শের থেকে অনেক কম বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান পুরান। তিনি এবার ভেঙে দেন চলতি আইপিএলে মার্শ ও ট্র্যাভিস হেডের সব থেকে কম বলে করা হাফ-সেঞ্চুরির যুগ্ম রেকর্ড।
উপ্পলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ১৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পুরান। চলতি আইপিএলে এখনও পর্যন্ত এটিই সব থেকে কম বলে করা অর্ধশতরানের রেকর্ড। পুরান শেষ পর্যন্ত ২৬ বলে ৭০ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে আউট হন। তিনি মোট ৬টি চার ও ৬টি ছক্কা মারেন।
সানরাইজার্সের বিরুদ্ধে মিচেল মার্শ ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৩১ বলে ৫২ রান করে আউট হন।
ট্র্যাভিস হেড লখনউয়ের বিরুদ্ধে এই ম্যাচে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৭ রান করে আউট হন। তবে তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। সেই ম্যাচে হেড ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন।
আইপিএল ২০২৫-এ সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরি
১. নিকোলাস পুরান (লখনউ সুপার জায়ান্টস)- ১৮ বলে (বনাম সানরাইজার্স হায়দরাবাদ, উপ্পল)।
২. মিচেল মার্শ (লখনউ সুপার জায়ান্টস)- ২১ বলে (বনাম দিল্লি ক্যাপিটালস, বিশাখাপত্তনম)।
৩. ট্র্যাভিস হেড (সানরাইজার্স হায়দরাবাদ)- ২১ বলে (বনাম রাজস্থান রয়্যালস, উপ্পল)।
৪. রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস)- ২২ বলে (বনাম মুম্বই ইন্ডিয়ান্স, চিপক)।
৫. নিকোলাস পুরান (লখনউ সুপার জায়ান্টস)- ২৪ বলে (বনাম দিল্লি ক্যাপিটালস, বিশাখাপত্তনম)।