শুভমন গিলের প্রথম নেট সেশনের স্মৃতিচারণা করলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সেই পুরোনো দিনের কথা তুলে ধরেন। কীভাবে থ্রো ডাউন বিশেষজ্ঞদের বিপক্ষে গিলের ব্যাটিং, কোচ রবি শাস্ত্রীকে মুগ্ধ করেছিল সেটাও উল্লেখ করেন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন শুভমন গিল। ৯৬ বলে ৮৭ রান করে ভারতের ৪ উইকেটে ম্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে রান করতে ব্যর্থ হওয়ার পর তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। তবে দেশে ফিরে রঞ্জি ট্রফিতে যখন ব্যাট হাতে নামেন তখন নিজের ফর্ম ফিরে পান শুভমন।
স্টার স্পোর্টসের শেয়ার করা ভিডিয়ো ক্লিপিংসে সঞ্জয় বাঙ্গারকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা শুভমন গিলের প্রথম ঝলক দেখেছিলাম। ভারতীয় দলের নেট সেশনে একটা ট্র্যাডিশন রয়েছে, সেটা হল আপনার যদি অ্যাপ্রুভালের প্রয়োজন হয় তবে থ্রো ডাউন বিশেষজ্ঞ, যারা জোরে বল ছোড়ে, তাদের বিরুদ্ধে ভালো ব্যাট করতে হবে। ও সেই নেট সেশনে, যেখানে স্ক্রিন টেস্ট হয়, এমন ব্যাটিং করেছিল যে সবাই অবাক হয়ে গেছিল। কোচ রবি শাস্ত্রীও মুগ্ধ হয়ে গেছিল। সে আমায় বলে আরে, এতো আমরা একজন তৈরি খেলোয়াড় পেয়ে গেছি। এটাই ওর প্রথম ইম্প্যাক্ট ছিল।’ ব্যাটিংয়ে সেদিন গিল ফুলঝুড়ি ফাটিয়েছিলেন বলে জানান সঞ্জয়।
উল্লেখ্য, ২০১৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর ২০১৯ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল শুভমন গিলের। তিনি ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১১২.০০ গড়ে ৩৭২ রান করেনএই মুহূর্তে ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। দেশের হয়ে এখনও পর্যন্ত ১০১টি ম্যাচ খেলেছেন গিল, রান করেছেন ৪৮৮৬। তিনি এই সময়ে ১২টি সেঞ্চুরি এবং ২৪টি হাফ সেঞ্চুরি করেছেন। গিল সেই সমস্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পড়ে যারা আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিনি পঞ্জাবের হয়ে ২০১৭-১৮ মরশুমে রঞ্জি ট্রফিতে বাংলার বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে IPL-এ অভিষেক করেছিলেন গিল। গত মরশুমে গুজরাট টাইটান্স দলের অধিনায়ক ছিলেন।