
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রোহিত শর্মাকে নিয়ে সিডনি টেস্টের আগে জোর গুঞ্জন ছড়িয়েছিল। মনে করা হচ্ছিল, সিডনি টেস্টের পরই তিনি অবসর নেবেন। ভারতীয় দলের তারকা অধিনায়ক লাগাতার ব্যর্থতার জেরে সিডনি টেস্টের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এই প্রথম কোনও অধিনায়ক চলতি সিরিজের ম্যাচে নিজেকে বিশ্রাম দিয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তন নেন খারাপ পারফরমেন্সের জেরে।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চেন্নাইতে বোলিং টেস্ট শাকিবের! তামিমকে দলে ফেরার সুযোগ BCBর!
এরপরই জোরালো হয়েছিল রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেওয়ার জল্পনা। যদিও রোহিত পরে সাংবাদিকদের সঙ্গে এসে কথা বলে জানিয়ে দেয় তিনি অবসর নিচ্ছেন না। একান্তই খারাপ পারফরমেন্স যাচ্ছে, তাই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন এই ম্যাচ থেকে । বিসিসিআইয়ের অন্দরের খবর, রোহিত অবসর না নেওয়া নাকি অখুশি ছিলেন গৌতম গম্ভীর।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
ব্রিসবেন এবং অ্যাডিলেডে মিডল অর্ডারে তিনি ব্যাটিং করেছিলেন, লোকেশ রাহুলকে তাঁর ওপেনিং স্পটে খেলতে দেওয়ার জন্য। কিন্তু রান না পাওয়ায় তিনি মেলবোর্নে নিজের চেনা পজিশন ওপেনিংয়ে ফিরেছিলেন। আশা করেছিলেন সেখানে হয়ত তিনি রান পাবেন, কিন্তু তা পাননি। তারপরই সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, সিডনি টেস্টের পর সত্যি সত্যি টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিতেন রোহিত শর্মা। সেই মতো সিদ্ধান্ত নিয়েও ফেলেছিলেন। কিন্তু তাঁর শুভাকাঙ্খিরা তাঁকে দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়া থেকে আটকে দেন। ভারতীয় দলের সঙ্গে যুক্ত সেই ব্যক্তি বলছিলেন, ‘মেলবোর্নে টেস্ট হারের পরই রোহিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ও অবসর নেবে। যদি ওর শুভাকাঙ্খিরা ওকে বুঝিয়ে সিদ্ধান্তের বদল না ঘটাত, তাহলে আরও একটা অবসর আমরা দেখতে পারতাম বর্ডার গাভাসকর সিরিজের মাঝেই’।
আরও পড়ুন- সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই নির্বাচকদের বার্তা কুলদীপের!
বর্ডার গাভাসকর ট্রফিতে মাত্র ৩১ রান , সঙ্গে শেষ ৬ টেস্টে অধিনায়কত্ব করে প্রত্যেকটা ম্যাচেই হারের পর রোহিত একপ্রকার বাধ্য হয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও নতুন বছরের টেস্টের আগেই তিনি সিদ্ধান্ত বদল করেন, যদিও টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর নাকি রোহিতের সিদ্ধান্তে খুশি ছিলেন না।
শেষ কয়েকটা সিরিজে বারবারই নজরে এসেছে গৌতম গম্ভীরের সঙ্গে রোহিত শর্মার মতানৈক্য। প্রথম একাদশ হোক বা টিম সিলেকশন, কিন্তু টসের পরের সিদ্ধান্ত। রোহিত এবং গৌতি অনেক সময়ই ভিন্ন মেরুতে থেকেছেন। যদিও আপাতত তাঁরা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফের এক জোট হয়ে লড়বেন। কিন্তু সেখানে খারাপ পারফরমেন্স হলে তখন হয়ত একা রোহিত নন, দলের আরও বড় মাথাদের ওপরও কোপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports