চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুতেই ধাক্কা পাকিস্তানের। ঘরের মাঠে প্রতিযোগিতার প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে পরাজিত হতে হয়েছে তাদের। করাচিতে প্রথমে ব্যাট করে ৩২০ রান তোলে কিউয়িরা। ম্যাচে ৬০ রানে পরাজিত হয় পাকিস্তান। এরপরেই পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান স্বীকার করে নিয়েছেন যে তাঁরা আশা করেননি নিউজিল্যান্ড ৩০০ প্লাস রান করবে। প্রায় ৭ বছর পর ফিরে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবার থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গ্রুপের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে ওপেনার উইল ইয়ং অসাধারণ শুরু করেন। উল্টোদিক থেকে উইকেট পড়লেও নিজের ব্যাটিং চালিয়ে যান তিনি। একটা সময় টম লাথামের সঙ্গে মিলে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলনে, যা নিউজিল্যান্ডের বড় রানের ভিত্তি স্থাপন করে দেয়।
১১৩ বলে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হয়ে যান উইল। অন্যদিকে ১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত ছিলেন টম। ভালো ব্যাট করেন গ্লেন ফিলিপ্সও। ৩৯ বলে ৬১ রান করেন তিনি। সব মিলিয়ে ৫০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে রান তাড়া করতে নেমে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এই প্রসঙ্গে পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান বলেন, ‘আমি মনে করি তারা খুব ভালো টার্গেট দিয়েছিল। আমরা আশা করিনি যে তারা ৩২০ করবে। আমরা যখন প্রথম উইকেট নিয়েছিলাম তখন ভেবেছিলাম ওদের স্কোর ২৬০-এর কাছাকাছি হবে। উইল ইয়ং এবং লাথামের পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা চেষ্টা করেছি, কিন্তু তারা খুব স্মার্টলি খেলেছে, আর সে কারণেই তারা এই টোটাল অর্জন করতে পেরেছে। পিচে শুরুতে ব্যাট করা সহজ ছিল না, তবে উইল ইয়ং এবং লাথামের ইনিংস গুরুত্বপূর্ণ ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘শেষের ওভারগুলিতে আমরা পরিকল্পনা অনুযায়ী ঠিক বল করতে পারিনি। সেই কারণে ওরা রান করতে পেরেছে।’ এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেছে পাকিস্তান। তবে প্রথম ম্যাচ হেরে বেশ চাপে বাবররা। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে দ্বিতীয় গ্রুপ খেলতে নামবে তারা। সেই ম্যাচে যদি পরাজিত হয় তবে তাদের ট্রফি ডিফেন্ড করার স্বপ্ন শেষ হয়ে যাবে। তবে এসব নিয়ে চাপ নিয়ে চাইছেন না পাক অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভেবে নিজেদের ওপর চাপ দিতে চাইনি। এই ম্যাচটি চলে গেছে। পরের ম্যাচটি আমাদের জন্য আর ৫টা স্বাভাবিক ম্যাচের মতো।’