আইপিএলে এই প্রথমবার চেন্নাই সুপার কিংস পরপর দুবছর প্লে অফে উঠতে পারল না। ২০২৩ সালের চ্যাম্পিয়ন দলের এমন হাল হবে সেটা কেউই অনুমান করতে পারেনি আগে। অবশ্য না পারারই কথা, কারণ দলে মহেন্দ্র সিং ধোনির মতো একজন বুদ্ধিমান ক্রিকেটার কাম গাইড রয়েছেন, যিনি নিজে হাতেই রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন গতবছর।
এবারের আইপিএলে প্রথম কয়েকটা ম্যাচে হারের পর চেন্নাই সুপার কিংসের অনেক সমর্থকই রুতুরাজ গায়কোয়াড়কে দোষ দিচ্ছিলেন। এরপর ধোনি দায়িত্ব নিয়ে এসে যখন চেন্নাইয়ের জয়ের ভাগ্য ফেরাতে পারলেন না, এখন সমর্থকদের কাছেও বিষয়টা স্পষ্ট হয়ে গেছে, ক্রিকেটাররা নয়, এবারের আইপিএলে ব্যর্থতার কারণ তাঁদের দলের ম্যানেজমেন্ট। ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচে হারের পর হেড কোচ ফ্লেমিং দোষ দিয়েছেন অভিজ্ঞতার অভাবকেই, কিন্তু আসল কারণ কিন্তু অন্য। আইপিএলের অনেক আগেই নিলামের টেবিলেই সিএসকে এবারের ট্রফি হাতছাড়া করে বসে ছিল মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
স্কাউট টিমের সুপারিশ মানেনি CSK
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট নিজেদের স্কাউট টিমের সুপারিশকেই নাকি গ্রাহ্য করেনি। বেশ কয়েকটি প্রতিভাবান ক্রিকেটার ছিল সিএসকের স্কাউট টিমের দেওয়া সুপারিশের তালিকায়, কিন্তু তাঁদের বাদ দিয়ে দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠীদের দলে নিয়ে আইপিএলে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখেছিলেন চেন্নাইয়ের ম্যানেজমেন্টের শীর্ষকর্তারা।
প্রিয়াংশকে নিতে সুপারিশ করেছিল স্কাউটরা
ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই রিপোর্টে দাবি করা হয়েছে দিল্লি থেকে উঠে আসা বাঁহাতি ব্যাটার প্রিয়াংশ আর্যকে নেওয়ার জন্য আইপিএলে স্কাউটরা সুপারিশ করেছিল, কিন্তু তাঁকে নিলামে নিতে আগ্রহ দেখায়নি সিএসকের কোচ, অধিনায়ক, কর্তাদের ম্যানেজমেন্ট। অথচ সেই প্রিয়াংশই এবারের আইপিএলে উদীয়মান ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা। দশ ম্যাচে ৩৪৬ রানের পাশাপাশি ১৯৬র ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন এই বাঁহাতি। সেখানে রশিদ, আয়ুষ, রাচিন, রাহুল, রুতুরাজদের নিয়ে বারবার পরীক্ষা নীরিক্ষা করতে হয়েছে সিএসকে শিবিরকে ওপেনিং স্লটের জন্য।
অশ্বিনকে নিতে গিয়েই ডুবেছে CSK?
অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যেখানে একাধিক প্রতিভাবানদের ধরে রেখে সাফল্য পেয়েছে অথবা স্কাউটেদর পরামর্শ মতো ক্রিকেটার নিয়েছে, সেখানেই সিএসকে বিদেশি এবং প্রতিষ্ঠিত খেলোয়াড়দের দিকে ঝুঁকতে গিয়ে নিজেদেরই ক্ষতি করে ফেলেছে। মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজাদের দলে ধরে রাখাটা স্বাভাবিক। কিন্তু গতবার অশ্বিনের আইপিএল অভিযান ভালো যায়নি দেখার পরেও তাঁকে অত দাম দিয়ে দলে নেওয়াটা খুব একটা বুদ্ধিমত্তার কাজ হয়নি চেন্নাইয়ের। কারণ ৯.৭৫ কোটিতে তাঁকে নিতে গিয়ে আর দাম দিয়ে ভালো ব্যাটার টপ অর্ডারে নিতে পারেনি তাঁরা।