প্রথমত সুনীল নারিন জেনেশুনে এমন কাণ্ড ঘটিয়েছেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। দ্বিতীয়ত, তাঁর মুখে ভুয়ো কথাবার্তা বসানো হয়েছে, এমনটা বোঝাতেই কেকেআর তারকার এমন সোশ্যাল মিডিয়া পোস্ট কিনা, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে কারণ যাই হোক, নেটিজেনদের একাংশের প্রবল ক্ষোভের মুখে সুনীল। পরপর ২টি ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেও সোশ্যাল মিডিয়ায় কটু কথা শুনতে হচ্ছে নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকাকে।
সুনীল নারিন চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অল্পের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন। তিনি ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২২ বলে ৪৭ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে আউট হন। পরে ভাইজ্যাগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মারকাটারি অর্ধশতরান করেন নারিন। তিনি ৭টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৮৫ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজঘরে ফেরেন। পরপর ২টি ম্যাচে কেকেআরকে জিতিয়ে একজোড়া ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন নারিন।
তবে ভাইজ্যাগে দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগেই সোশ্যাল মিডিয়ায় বড়সড় বিতর্ক বাঁধিয়ে বসেন সুনীল। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে যাচাই না করা একটি পেজের ভুয়ো ছবি তুলে ধরেন। সেই পেজে হিন্দিতে সুনীল নারিনের মুখে কিছু কথা বসানো রয়েছে। তাতে লেখা রয়েছে যে, ‘সুনীল নারিন বলেছেন, আরসিবির বিরুদ্ধে ঝড়ের গতিতে রান তুলতে আমার ভালো লাগে। কেননা এই দলের বোলিং দুর্বল।’
বাস্তবে নারিন আরসিবির বিরুদ্ধে কেকেআরের জয়ের পরে কখনই এমন কিছু বলেননি। তা সত্ত্বেও সংশ্লিষ্ট পেজে ভুল বার্তা তুলে ধরা হয়েছে। তার উপর ক্যারিবিয়ান তারকা নিজে সেই ভুল বার্তাই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কথাগুলি আরসিবির বোলিংকে হেয় প্রতিপন্ন করার পক্ষে যথেষ্ট। বেঙ্গালুরুর সমর্থকরা ধরে নিচ্ছেন যে, নারিন বেঙ্গালুরুকে বিদ্রুপ করার জন্য এমন সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। তবে অনেকের ধারণা, নারিন না বুঝেই এমন পোস্ট করে বসেছেন। কেননা হিন্দি ভাষায় ক্যারিবিয়ান তারকার বিশেষ দক্ষতা নেই।
আরও পড়ুন:- KKR-এর হয়ে IPL-এ সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ, রাসেলের রেকর্ড ছুঁলেন নারিন
আইপিএল ২০২৪-এ সুনীল নারিনের পারফর্ম্যান্স:-
চলতি আইপিএলের ৩ ম্যাচে ব্যাট করতে নেমে সুনীল নারিন ৪৪.৬৬ গড়ে ১৩৪ রান সংগ্রহ করেছেন। নাইট রাইডার্সের হয়ে সব থেকে বেশি রান করেছেন তিনিই। ১টি হাফ-সেঞ্চুরি করেছেন সুনীল। তাঁর স্ট্রাইক-রেট ২০৬.১৫। নারিনের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮৫ রানের। তিনি ৯টি চার ও ১২টি ছক্কা মেরেছেন। নারিন ৩ ম্যাচে ১২ ওভার বল করে ৮৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেছেন।