পাকিস্তান ক্রিকেটার জন্য সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না। সম্প্রতি বাংলাদেশের কাছে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হয়েছে পাকিস্তানকে। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররাও। এবার এনিয়ে প্রতিক্রিয়া দিলেন ভারতের অলরাউন্ডার ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের মতে নিজেদের ঘরের মাঠে বিগত ১০০০ দিন যাবৎ কোনও টেস্ট ম্যাচ না জিততে পারাটা পাকিস্তানের পক্ষে খুবই হতাশজনক। উল্লেখ্য,আগস্ট-সেপ্টেম্বর মাসে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচ খেলে ছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচে ১০ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচেও ৬ উইকেটে জয়লাভ করে তারা। তবে সবচেয়ে বেশি আকর্ষক হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। যেখানে ২৬ রানে ৬ উইকেট হারানোর পরেও জয়লাভ করতে সক্ষম হয় বাংলাদেশ। এরফলে প্রথমবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে হোয়াটওয়াশের সম্মুখীন হতে হয় পাকিস্তানকে।