ইস! যদি উত্তরপ্রদেশের বিরুদ্ধে ছয় পয়েন্ট পাওয়া যেত - রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের শেষে এলিট গ্রুপ ‘বি’-র পয়েন্ট টেবিল দেখে বাংলার খেলোয়াড়দের যদি সেটা মনে হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ যে ম্যাচ থেকে পুরো ছয় পয়েন্ট পাওয়ার দারুণ সুযোগ ছিল, সেই ম্যাচের চতুর্থ দিনে একটা বলও খেলা হল না। সন্তুষ্ট থাকতে হল মাত্র তিন পয়েন্টে। তার ফলে বাংলার উপর বেশ খানিকটা চাপ বাড়ল। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে সরাসরি কোয়ার্টার-ফাইনালে যাবে দুটি দল। আর সেই দুটি দলের লড়াইয়ে অনেকটা এগিয়ে আছে মুম্বই এবং ছত্তিশগড়। বাংলা যদি আজ ছয় পয়েন্ট পেত, তাহলে সাত পয়েন্ট নিয়ে তিনে উঠে আসত। কিন্তু প্রকৃতির কারণে সেটা সম্ভব হয়নি। বরং চার পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ ‘বি’-র পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকল বাংলা। মনোজ তিওয়ারিদের ক্ষেত্রে একটাই ভালো বিষয় যে এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে। সেখানে ভালো খেললে অনায়াসে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘বি’-র পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ের মধ্যে শেষ করতে পারবে বাংলা।
আরও পড়ুন: BENG vs UP Ranji Trophy Day 4 Highlights: ১টা বলও খেলা হল না শেষদিনে, ৬ পয়েন্টের স্বপ্ন চুরমার হয়ে রঞ্জিতে ৩ পেল বাংলা
রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘বি’-র পয়েন্ট টেবিল
দল | ম্যাচ | জয় | হার | ড্র | কোশেন্ট | পয়েন্ট |
মুম্বই | ২ | ২ | ০ | ০ | ২.১৬৫ | ১৪ |
ছত্তিশগড় | ২ | ১ | ০ | ১ | ৩.০৬৬ | ১০ |
উত্তরপ্রদেশ | ২ | ০ | ০ | ২ | ১.৩৯৭ | ৪ |
বাংলা | ২ | ০ | ০ | ২ | ১.১৩৬ | ৪ |
কেরল | ২ | ০ | ০ | ২ | ০.৭৯৯ | ৪ |
অন্ধ্রপ্রদেশ | ২ | ০ | ১ | ১ | ০.৬৬৪ | ৩ |
অসম | ২ | ০ | ১ | ১ | ০.৬৩৫ | ১ |
বিহার | ২ | ০ | ১ | ১ | ০.২৯৮ | ১ |
রঞ্জি ট্রফির গ্রুপ লিগে বাংলার কোন কোন ম্যাচ বাকি আছে? রইল সূচি
১) বাংলা বনাম ছত্তিশগড়: ১৯ জানুয়ারি, সকাল ৯ টা ৩০ মিনিট, ইডেন গার্ডেন্স, কলকাতা।
২) অসম বনাম বাংলা: ২৬ জানুয়ারি, সকাল ৯ টা ৩০ মিনিট, অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, গুয়াহাটি।
৩) বাংলা বনাম মুম্বই: ২ ফেব্রুয়ারি, সকাল ৯ টা ৩০ মিনিট, ইডেন গার্ডেন্স, কলকাতা।
৪) কেরল বনাম বাংলা: ৯ ফেব্রুয়ারি, সকাল ৯ টা ৩০ মিনিট, সেন্ট জেভিয়ার্স কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট গ্রাউন্ড, ত্রিবান্দ্রম।
৫) বাংলা বনাম বিহার: ১৬ ফেব্রুয়ারি, সকাল ৯ টা ৩০ মিনিট, ইডেন গার্ডেন্স, কলকাতা।
আরও পড়ুন: Ranji Trophy 2024: ৫৩ রানে ১০ উইকেট হারিয়ে ৬ রানে হার কর্ণাটকের! সৌরাষ্ট্রের হার বাঁচাতে পারলেন না পূজারাও