শুভব্রত মুখার্জি :- ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও অন্যতম তারকা ক্রিকেটার রোহিত শর্মা। কয়েকমাস আগে পর্যন্ত ভারতের তিনটি ফর্ম্যাটেই তিনি অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বে ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেও ভারত হেরে গিয়েছিল। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে অবশেষে শাপমুক্তি ঘটে ভারতীয় দলের। দীর্ঘদিনের খরা কাটিয়ে ভারত বিশ্বকাপ জয়ের স্বাদ পায় রোহিত শর্মার নেতৃত্বেই। এই বিশ্বকাপ জয়ের পরেই তিনি টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেন। তবে বাকি দুটি ফর্ম্যাটে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন। কতদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন সেই নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে। বিষয়টি নিয়ে এবার বড়সড় ইঙ্গিত দিয়েছেন রোহিত শর্মা নিজেই। তিনি জানিয়েছেন আমি এক্ষুনি থামছি না। অর্থাৎ এখনো যে বেশ কয়েক বছর তিনি খেলাটা চালিয়ে যাবেন তা তিনি পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন।
আরও পড়ুন… মানসিক ভাবে অসুস্থ আমার বাবা- কপিলকে নিয়ে যোগরাজের মন্তব্যের পরেই ভাইরাল যুবরাজ সিং-এর সাক্ষাৎকার
২০২৫ সালে পাকিস্তানে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই ট্রফি খেলতে ভারত, পাকিস্তানে যাবে কিনা তা নিশ্চিত নয়। তবে ওডিআই ফর্ম্যাটে ফের এক বড় চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছেন তিনি তা বলাই যায়। সাদা বলের ফর্ম্যাটে যেমন তিনি সাফল্য পেতে মুখিয়ে রয়েছেন তেমনি ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততেও মুখিয়ে রয়েছেন তিনি। ঘটনাচক্রে আজ অর্থাৎ মঙ্গলবার আইসিসির তরফে জানানো হয়েছে ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে লর্ডসে।
টি-২০ বিশ্বকাপের পরে রোহিত এই ফর্ম্যাট থেকে অবসর নিলেও বিসিসিআই-এর তৎকালীন সেক্রেটারি জয় শাহ জানান আগামী বছর ফেব্রুয়ারি -মার্চে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে তাতে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। সম্প্রতি সিয়েট ক্রিকেট ক্ষেত্রে অবদানের জন্য এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিল। স্টার স্পোর্টসের তরফে সেই অনুষ্ঠানের ক্লিপ সামনে আনা হয়েছে। সেখানেই রোহিতকে তাঁর কেরিয়ার নিয়ে ইঙ্গিত দিতে দেখা গিয়েছে।
রোহিত শর্মা বলেন, ‘আমি এক্ষুনি থামছি (অবসর) না। কারণ আমার এখনও অনেক কিছু কৃতিত্ব অর্জন করা বাকি রয়েছে। নিশ্চয় কোন কারণ রয়েছে যে কারণে আমি অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএলের ট্রফি জিতেছি। আমি থামব না। কারণ আমি জয়ের স্বাদ পেয়েছি। আর সেটাই আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। আমার লক্ষ্য দেশের হয়ে শিরোপা জয়। আমি থেমে থাকতে চাইনা। দল হিসেবেও আমরা নিজেদেরকে আরো ভালো করতে পুশ করছি। ভবিষ্যতে আরো উন্নতি করাই আমাদের লক্ষ্য। আমাদের সামনে বেশ কিছু ভালো সফর রয়েছে। বেশ চ্যালেঞ্জিং সফর রয়েছে। তাই আমাদের জন্য থেমে থাকার বা যাওয়ার কোন অবকাশ নেই।’