
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১৮ই জানুয়ারি ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ওইদিনই রাজস্থানের এক মিউজিয়ামে বসতে চলেছে বিরাট কোহলির মূ্র্তি । আগেই মুম্বইতে বসেছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের মূর্তি। বিদেশেও এমন নজির বহু আছে খেলোয়াড়দের। যেমন ফুটবলের লিওনেল মেসির মূর্তি বসেছিল বুয়েনাস আইরেস শহরে। রোনাল্ডোরও মূর্তি রয়েছে। ভারতীয়দের মধ্যে বিভিন্ন সংগ্রহশালায় রয়েছে শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মূর্তি। এবার সেই তালিকাতেই বর্তমান খেলোয়াড়দের মধ্যে নাম উঠে এসেছে বিরাট কোহলির। জয়পুর ওয়াক্স মিউজিয়ামে ওয়ার্ল্ড হেরিটেজ ডে-তেই বিরাটের মূর্তি প্রতিষ্ঠা হতে চলেছে। ৫ ফুট ৯ ইঞ্চির মূ্র্তির ওজন প্রায় ৩৫ কেজি।
বিরাটের মুর্তির ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ক্যাপটেন কোহলি দেশের জন্য অনেক কিছুই দিয়েছেন। অধিনায়ক পদে ইতি টানার পর ক্রিকেটার হিসেবেও বহু ইতিহাসের সাক্ষী তিনি। কয়েক মাস আগেই প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ফর্ম্যাটে সর্বোচ্চ শতরানের মালিক হয়েছেন কিং কোহলি। এবারের আইপিএলেও ছন্দে রয়েছেন তিনি। নিজের দল ছন্দে না থাকলেও বিরাট নিজের কাজটা ঠিক করছেন। তবে তিনি রান করলেও বোলাররা অবশ্য তা ডিফেন্ড করতে পারছে না। দল হারলেও বিরাটের ফ্যান বেস যে এককাট্টা তাঁদের রোল আইকনকে নিয়ে, সেকথা সকলেরই জানা। জয়পুর ওয়াক্স মিউজিয়ামের তরফে জানানো হয়েছে আগত দর্শকরা মাঝে মধ্যেই বিরাটের মূর্তি বসাতে বলতেন। সেই কারণেই সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির পর বিরাটের মূর্তি বসানোর সিদ্ধান্ত নেয় তাঁরা। তবে এরই মধ্যে বিরাটের মোমের মূর্তির ছবি প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে কার্যত হইচই পড়ে গেছে। অনেকে ঠিক বুঝে উঠতে পারছেন না, এই মূর্তি বিরাটেরই তো, নাকি অন্য কারোর। যা নিয়ে বেজায় চাপে পড়ে গেছে উদ্যোক্তারা।
নেটমাধ্যমে এমন মজার কমেন্ট আসছে যা দেখে মুখে হাসি চেপে থাকা যাবে না। এক ইউজার বিরাটের মোমের মূর্তি দেখে প্রশ্ন করেছেন, এই মূর্তিটি কি মিশো(অনলাইন সামগ্রী বিক্রি সংস্থা) থেকে কেনা হয়েছে।
অপর একজন ইউজার বুঝতে পারছেন না, এই মূর্তিটি ঠিক বিরাট কোহলির, নাকি একই সঙ্গে দীনেশ কার্তিকও রয়েছেন।
আরও পড়ুন-IPL 2024- চন্দ্রকান্তকে নিয়ে সোচ্চার প্রাক্তন শিষ্যরা, সতর্ক প্রতিক্রিয়া গম্ভীরের
এক এক্স হ্যান্ডেল ইউজার বলেছেন, মূর্তিটি অনেকটা আফগান পেসার নবিন উল হকের মতো দেখতে। অপর এক ইউজার বলেছেন, সত্যিকারের বিরাটের মূর্তি প্রকাশ্যে আনতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, এই মূর্তির কারিগর এবং জয়পুর ওয়াক্স মিউজিয়াম কর্তৃপক্ষকে যথেষ্টই ট্রোলের মুখে পড়তে হয়েছে। নেটমাধ্যমে বেশ সক্রিয় বিরাট নিজে। সচরাচর মাঠের ভিতর অনেক বিষয়ই মাথা গরম করে ফেলেন এই তারকা। কিন্তু নিজের এই মূ্র্তি দেখে তিনি হাসবেন না চটবেন, সেটা জানার জন্য আপাতত নেটিজেনদের অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।
আরও পড়ুন-IPL 2024-‘এত কম বয়সে অধিনায়ক হব ভাবতে পারিনি’, অকপট শ্রেয়স আইয়ার
আইপিএলে টানা চার ম্যাচে হেরেছে বিরাট কোহলির দল। এখন আইপিএলে সবার নিচে অবস্থান রয়েছে কোহলিদের। এরই মধ্যে সোমবার তাঁরা ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামবে, যারা এবারে বেশ শক্তিশালী দল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports