বাংলা নিউজ > ক্রিকেট > MP vs VIDAR, Ranji Trophy Semi Final: আবেশ খানের আগুনে ১৭০ রানেই শেষ বিদর্ভ, প্রথম দিনই চালকের আসনে পণ্ডিতের ছেলেরা
পরবর্তী খবর
MP vs VIDAR, Ranji Trophy Semi Final: আবেশ খানের আগুনে ১৭০ রানেই শেষ বিদর্ভ, প্রথম দিনই চালকের আসনে পণ্ডিতের ছেলেরা
1 মিনিটে পড়ুন Updated: 02 Mar 2024, 06:27 PM ISTTania Roy
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই মুথ থুবড়ে পড়ে বিদর্ভ। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে তারা। ৩২ রানে পড়ে প্রথম উইকেট। এর পর ৭৭ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় বিদর্ভ। দলের ১০১ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। এর পর মাত্র ৬৯ রানের মধ্যে বাকি ছয় উইকেট হারিয়ে বসে থাকে বিদর্ভ।
আবেশের চার উইকেটের হাত ধরে বিদর্ভকে ১৭০ রানে গুটিয়ে দিল মধ্যপ্রদেশ।
আবেশ খানের আগুনে পারফরম্য়ান্সের হাত ধরে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জির সেমিফাইনালের প্রথম দিনই চালকের আসনে চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় বিদর্ভ। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে মধ্যপ্রদেশের সংগ্রহ ৪৭ রান।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল বিদর্ভই। কিন্তু পরিকল্পনা অনুযায়ী বিদর্ভের ব্যাটাররা খেলতেই পারেননি। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে তারা। ৩২ রানে পড়ে প্রথম উইকেট। এর পর ৭৭ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় বিদর্ভ। দলের ১০১ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। এর পর মাত্র ৬৯ রানের মধ্যে বাকি ছয় উইকেট হারিয়ে বসে থাকে বিদর্ভ।
প্রথমেই ১২ বলে ১৩ রান করে ধ্রুব শোরে বোল্ড হন। তাঁকে সাজঘরে ফেরান আবেশ খান। বেঙ্কটেশ আইয়ার এর পর ফেরান অথর্ব তাইদেকে। ৬৩ বলে ৩৯ করে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন অথর্ব। এটি বিদর্ভের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান। তিনে ব্যাট করতে আসা আমন মোখাদেকেও সাজঘরের পথ দেখান আবেশ। ৭৫ বলে ১৩ করে আউট হন আমন। পাঁচে নেমে করুণ নায়ার কিছুটা লড়াই করেছিলেন। তিনি হাফসেঞ্চুরি করেন। ১০৫ বলে ৬৩ রান যদি করুণ নায়ার যোগ না করতেন, তবে বিদর্ভের হাল আরও শোচনীয় হত। তাঁর এই ইনিংসে রয়েছে ৯টি চার।
বাকিদের একেবারে বেহাল অবস্থা। যশ রাঠোর ১৭ করেন, দলের অধিনায়ক অক্ষয় ওয়াদকার করেন ১ রান, ১২ রান করেন আদিত্য সারওয়াতে। এর বাইরে অক্ষয় ওয়াখরে (০), যশ ঠাকুর (০), উমেশ যাদবরা (০) তো রানের খাতাই খুলতে পারেননি। দলের ১১ নম্বর ব্যাটার আদিত্য ঠাকরে অপরাজিত থাকলেও, তাঁর সংগ্রহ শূন্যই। ৫৪.৪ ওভারে ১৭০ করে বিদর্ভ অল আউট হয়ে যায়।
মধ্যপ্রদেশের হয়ে একাই ৪ উইকেট নেন আবেশ খান। এছাড়া ২টি করে উইকেট নেন বেঙ্কটেশ আইয়ার এবং কুলবন্ত খেজরোলিয়া। অনুভব আগরওয়াল এবং কুমার কার্তিকেয় নিয়েছেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশও শুরুতেই ধাক্কা খায়। দলের মাত্র ২০ রানের মাথায় যশ দুবের উইকেট হারায় তারা। ২২ বলে ১১ করে উমেশ য়াদবের বলে কট বিহাইন্ড হন যশ দুবে। প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন হিমাংশু মন্ত্রী (৬৪ বলে ২৬ রান) এবং হর্ষ গাওলি (৩৪ বলে ১০ রান)। দিনের শেষে ১ উইকেটে ৪৭ রান মধ্যপ্রদেশের।