RR vs GT- IPL 2025- নতুন দলের হয়ে RCBর ডেরায় ফিরেই ঝলমলে সিরাজ! দেবদূত-সল্টকে ফিরিয়ে দিলেন বঞ্চনার জবাব
1 মিনিটে পড়ুন Updated: 02 Apr 2025, 08:15 PM ISTআরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরেই দুরন্ত পারফরমেন্স করলেন মহম্মদ সিরাজ।

আজ আইপিএলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নেমেছে আরসিবি এবং গুজরাট টাইটান্স। নতুন দলের জার্সিতে এটাই বেঙ্গালুরুর মাটিতে প্রথম ম্যাচ মহম্মদ সিরাজের। সেই মাঠে এসেই তিনি জ্বলে উঠলেন, নিলেন নিজের দ্বিতীয় ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট, দলকে অ্যাওয়ে ম্যাচে বসালেন চালকের আসনে।
২০১৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতেন মহম্মদ সিরাজ। কিন্তু এবারের আইপিএলের নিলামের আগে তাঁকে আর রিটেন করেনি আরসিবি। তাঁকে ছেড়ে দেওয়া হয়, এরপর আইপিএলের মেগা নিলামেও তাঁকে দলে নিতে খুব একটা আগ্রহ দেখায়নি আরসিবি, সব জবাবই যেন তিনি দিলেন বেঙ্গালুরুর মাঠে পুরনো দলের বিরুদ্ধে।
প্রথম ওভার বোলিং করতে এসে তিনি দিয়েছিলেন ৬রান। বিরাট কোহলি কভার ড্রাইভে তাঁকে চার মারেন। এরপর নিজের দ্বিতীয় ওভারেই আরসিবিকে ধাক্কা দেন তিনি। ৩ বলে ৪ রান করার পর দেবদূত পাডিক্কালকে আউট করেন সিরাজ। অফ স্টাম্পে বল করেন সিরাজ, দেবদূত স্ট্রোক খেলতে গিয়ে মিস করেন, সরাসরি ক্লিন বোল্ড হয়ে যান তিনি। এরপরই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজের ট্রেডমার্ক স্টাইলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিউ সেলিব্রেশন করেন তিনি।
নিজের তৃতীয় ওভারেও আরসিবিকে বড় ধাক্কা দেন সেই সিরাজই। বিরাট, দেবদূত সাজঘরে ফেরার পর আরসিবির আশা ভরসা সবই ছিল ফিল সল্টকে ফিরে। কিন্তু বেঙ্গালুরুর এই ওপেনার ব্যাটারকেও সেই সিরাজই আউট করেন। নিজের তৃতীয় ওভারে তৃতীয় বলে ফিল সল্টের কাছে ছয় খাওয়ার পর চতুর্থ বলেই তিনি ক্লিন বোল্ড করেন ফের ইংরেজ তারকাকে, তাতেই আরসিবির টপ অর্ডারে কার্যত ধস মেনে যায়।
ম্য়াচের আগে থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সিরাজের খেলা নিয়ে অনেক চর্চা চলছিল। সকলেই অপেক্ষা করছিল দেখার জন্য যে এই প্রাক্তনী নিজের পুরনো দলের বিরুদ্ধে কেমন খেলতে পারেন। বিরাটও সিরাজকে জড়িয়ে ধরেছিলেন, যা ভাইরাল হয়ে গেছে। ম্যাচ শুরুর ঠিক আগে বিরাট এবং সিরাজের মধ্যে লড়াই যে উত্তেজনাকর হবে, সেটা বোঝাতে ফুটবলের দুই বন্ধুর লড়াইয়ের ছবি তুলে পোস্ট করে আরসিবি। নিজেদের সোশাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টে বায়ার্নের লেওনডোস্কির বিরুদ্ধে বরুশিয়া ডর্টমুন্ডের মার্কো রিউসের এক ছবি পোস্ট করে আরসিবি। যেখানে দুই বন্ধু একসঙ্গে বরুশিয়ায় খেলার পর অবশেষে দুটি আলাদা দলের হয়ে খেলেছিলেন সেই ম্যাচে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports