আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ডকে হারিয়ে ২০২১ আইসিসি WTC ফাইনালে হারের বদলা বেশ ভালোভাবেই নিয়ে নিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মারা। রুদ্ধশ্বাস ম্যাচে স্নায়ুচাপকে কাটিয়ে উঠে দলকে জয় এনে দিয়েছেন লোকেশ রাহুলরা। শুরুটা করেছিলেন রোহিত শর্মা ঝোড়ো ইনিংস দিয়ে। এরপর শ্রেয়সও ভালো ইনিংস খেলেন।
মিচেল এবং ব্রেসওয়েল খেলায় ফেরায় কিউয়িদের
একটা সময় নিউজিল্যান্ডের ব্যাটাররা ভারতীয় স্পিনারদের কাছে এতটাই নাস্তানাবুদ অবস্থায় পড়ে গেছিল যে দেখে মনে হচ্ছিল ২২০ বা ২৩০র গণ্ডি টপকানোও কঠিন হবে তাঁদের। কিন্তু ডারিল মিচেলের পাশাপাশি মাইকেল ব্রেসওয়েল শেষদিকে কিউয়িদের ব্যাটিংকে অনেকটা টেনে ২৫২ রানে পৌঁছে দেন, আর তাতেই লড়াইয়ের জমি পায় কিউয়িরা। যদিও ম্যাচ শেষে কিউয়ি অধিনায়ক স্যান্টনার কিন্তু বললেন দল ২০-৩০ রান কম করেছে।
যোগ্য দলের বিপক্ষেই হার
মিচেল স্যান্টনার বলছেন, ‘ প্রতিযোগিতায় আমরা ভালোই খেলেছি। আমরা দল হিসেবে অনেকটাই উন্নত করেছি আমাদের পারফরমেন্স। তবে যোগ্য দলের বিরুদ্ধেই আজ আমরা হেরেছি। এই প্রতিযোগিতায় আমাদের সকলেই নিজের সেরাটা দিয়েছি’।
ভারতীয় স্পিনারদের প্রশংসায় কিউয়ি অধিনায়ক
এরপরই স্যান্টনার স্বীকার করে নেন ভারতীয় দলের বোলিংয়ের কাছেই নতি স্বীকার করেছেন তাঁদের ব্যাটাররা। কিউয়ি স্কিপার বলেন, ‘ওরা খুবই ভালো বোলিং করেছে, আমরা কয়েকটা দ্রুত উইকেট হারিয়ে ফেলি পাওয়ারপ্লের পর। সেখান থেকেই কোণঠাসা হয়ে পড়ি। ওদের স্পিনাররা যেভাবে বোলিং করেছে, তা সাধুবাদযোগ্য। ওরা প্রত্যেকেই বিশ্বমানের বোলার। আমার মনে হয় ২০-২৫ রান আমরা কম করেছি ’।
রোহিতের সঙ্গে প্রশংসা রাচিনের
এরপর রোহিতের প্রশংসা করে স্যান্টনার বলেন, ‘রোহিত আর গিল খুবই ভালোভাবে রান তুলতে থাকে। এরকম উইকেটে রান আ বল (মানে রান আর বলের সংখ্যা সমান) খেলা বেশ কঠিন, কিন্তু ওরা সেটাই করে দেখায়। আমরা জানতাম যে খেলা যে কোনো মূহূর্তেই ঘুরে যেতেও পারে। আজকে আমরা দেখেছি রাচিন রবীন্দ্র বল হাতেও নজর কেড়েছে। অনেক কম বয়সেই খেলার বিষয়ে ওর ম্যাচুউরিটি রয়েছে খুব ভালো। আজকেও ভালো ব্যাটিং করেছে, ওর ভবিষ্যৎ উজ্জ্বল ’।
হেরে হতাশ স্যান্টনার
নিজের প্রথম আইসিসি টুর্নামেন্ট ছিল অধিনায়ক হিসেবে। দায়িত্ব নিয়েও তিনি কিউয়িদের সাম্প্রতিককালের চোকার্স তকমা কাটাতে পারলেন না। স্যান্টনার অবশ্য বলছেন, দল তাঁর কাজ সহজ করে দিয়েছে সকলে ভালো খেলে। বিভিন্ন ক্রিকেটাররা বিভিন্ন সময় দলের দরকারে পারফর্ম করেছে। কয়েকটা বাধা সামনে এলেও তার সঙ্গে মানিয়ে নিয়েই এগিয়ে গেছেন তাঁরা। তিনি আলাদা করে ম্যাট হেনরির কথা না বলেও, তাঁর না থাকা যে কিউয়িদের ডুবিয়েছে, তা অস্বীকার করার প্রশ্নই নেই।