নিজেদের খেলোয়াড়ি জীবনে ওয়াসিম জাফর এবং মাইকেল ভন ক্রিকেট মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে বর্তমানে তারা সামাজিক মাধ্যমে একে অপরের প্রতিদ্বন্দ্বিতার চেয়েও বেশি কিছু। প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন একে অপরকে ঠাট্টা-তামাশার মাধ্যমে খোঁচা দিতে পিছপা হন না, যা বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের বেশ আনন্দ দেয়। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত যখন নিউজিল্যান্ডের মুখোমুখি হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনালে, তখন জাফর ও ভন আবারও নিজেদের ব্যান্টার চালিয়ে যান।
ভনের ভবিষ্যদ্বাণী এবং জাফরের মজার প্রতিক্রিয়া
ফাইনালের আগে, মাইকেল ভন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরঙ্কুশ ফেভারিট বলে আখ্যা দেন এবং তাদের ‘অত্যন্ত শক্তিশালী’ বলেন। প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার নিজের এক্স-এ লিখেন, ‘আজ ভারত জিতবে.. দক্ষতার দিক থেকে অনেক বেশি শক্তিশালী.. #ChampionsTrophy"।’
ওয়াসিম জাফর দ্রুত এই মন্তব্যের প্রতিক্রিয়া দেনন। তিনি মাইকেল ভনের টুইটটি কোট করে ‘লেবু-লঙ্কা’র একটি ছবি পোস্ট করেন। লেবু ও কাঁচা লঙ্কার এই সংমিশ্রণ সাধারণত নজর কাটানোর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যা নেতিবাচক শক্তি এবং দুষ্টু নজর দূর করে বলে বিশ্বাস করা হয়।
আরও পড়ুন… চিন্তা করবেন না ‘থালা’ আছে তো! CT 2025-র ফাইনালে রোহিতদের সমর্থনে নতুন স্টাইলে ধোনি
জাফর ও ভনের ঠাট্টা-তামাশার ইতিহাস
জাফর মূলত চেয়েছিলেন যে, ভনের মন্তব্য ভারতের জন্য কোনও অপদৃষ্টির কারণ না হয়ে দাঁড়ায় এবং তারা ১২ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুযোগ পায়।
জাফর ও ভনের এই খোঁচা-খোঁচির সম্পর্ক বহু পুরনো। তারা পাঁচটি টেস্ট ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলেছেন। ২০০২ সালের এক ম্যাচে ভন একবার জাফরকে আউট করেছিলেন, যা প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক বারবার তাকে মনে করিয়ে দেন তাদের অসংখ্য সোশ্যাল মিডিয়া ব্যান্টারের সময়।
আরও পড়ুন… IND vs NZ: নিউজিল্যান্ড শিবিরে গুপ্তচর? কিউয়িদের ফাইনালের স্ট্র্যাটেজি ফাঁস হয়ে গেল
রোমাঞ্চকর ভারত-নিউজিল্যান্ড ফাইনাল
২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ২০০০ সালে নাইরোবিতে তাদের শেষ সাক্ষাতে নিউজিল্যান্ড জয়ী হয়ে নিজেদের প্রথম আইসিসি ট্রফি জিতেছিল। তবে এবার বিশেষজ্ঞদের মতে, দুবাইয়ের কন্ডিশনের কারণে ভারতই ফেভারিট। এই মাঠে তারা ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ খেলেছে এবং পরিস্থিতির সঙ্গে যথেষ্ট পরিচিত। এছাড়াও, ভারতের শক্তিশালী স্কোয়াড এই কন্ডিশনের পূর্ণ সুবিধা নিতে সক্ষম।
আরও পড়ুন… CT 2025: লাহোরে ভারতীয় দলকে আনতে পারেনি, BCCI-র সহ-সভাপতিকে এনেই জয়ের ঢেঁকুর পাকিস্তানের!