২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের আগে থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের পদক্ষেপ নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তুমুল চর্চা চলছে। আসলে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া নিয়েই যত আলোচনা-সমালোচনার ঝড়। নিলামের আগেই হার্দিককে অধিনায়ক ঘোষণা করে চাঞ্চল্য ফেলে দেয় মুম্বই। এতে রোহিতের যাঁরা ভক্ত, তাঁরা একেবারে খেপে লাল।
আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে ঝোড়ো ১৬৯ রান, সচিনের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সৌম্য সরকার
মঙ্গলবার নিলামের সময়ে সেখানে উপস্থিত এক ভক্ত উচ্চস্বরে রোহিতের হয়ে গলা ফাটাতে থাকেন। এবং এমআই-এর কর্ণধার নীতা আম্বানি, আকাশ আম্বানিদের উদ্দেশ্য করে বলেন, ‘রোহিতকে ফিরিয়ে আনুন।’ সেই ভক্তকে ছয় শব্দের একটি জবাব দেন আকাশ আম্বানি। সোশ্যাল মিডিয়ায় ফ্র্যাঞ্চাইজি দ্বারা পোস্ট করা একটি ভিডিয়ো অনুসারে, তিনি সেই সমর্থককে বলেছিলেন, ‘চিন্তা করবেন না, তিনি ব্যাট করবেন।’ আকাশ আম্বানি এই উত্তর কতটা পছন্দ হয়েছে সেই ভক্তের, সেটা অবশ্য জানা যায়নি। কারণ সেই ভক্ত সম্ভবত রোহিতকে নেতৃত্বে ফেরানোর জন্য দাবি করেছিলেন।
এদিকে মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করার পর থেকেই, তাঁকে খারাপ ভাষায় ট্রোল করা হচ্ছে। এই প্রেক্ষিতে এমআই লাইভের হোস্টরা একটি দৃঢ় বার্তা দিয়েছেন। খেলোয়াড়দের টার্গেট করা বা উপহাস করা থেকে বিরত থাকার জন্য সমর্থক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আহ্বান জানিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে দল এবং সমর্থকদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে তাদের ভূমিকার উপর জোর দিয়ে, তারা যে কোনও ধরণের ট্রোলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রকাশ করেছে। হোস্ট খেলোয়াড়দের এভাবে লক্ষ্য করে কুৎসিত ভাষায় আক্রমণ করা এবং আপত্তিকর ভাষার ব্যবহারের তীব্র নিন্দা করেছেন।
হার্দিক পান্ডিয়া অধিনায়ক করার পর থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের একটি অংশ তীব্র হতাশ হয়েছেন। তাঁরা সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে অবমাননাকর মন্তব্য করছেন, এমন কী এমআই জার্সি পোড়ানোর ঘটনাও ঘটছে। ২০২৪ আইপিএল মরশুমের আগে রোহিত শর্মার বদলে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার সিদ্ধান্তটি কারও কারও কাছে আশ্চর্যজনক হলেও, অনেকের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়।
সংক্ষিপ্ততম ফর্ম্যাটে রোহিত শর্মার ভবিষ্যত সম্পর্কে জল্পনা তুঙ্গে ছিল, বিশেষ করে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে হতাশাজনক হারের পরে। যাইহোক এতে রোহিতের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্সের মাধ্যমেই বোর্ড তাদের মনোভাব রোহিতের কাছে পৌঁছে দিয়েছে।