শুভব্রত মুখার্জি:- আইপিএলের মিনি নিলাম ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দুবাইয়ের কোকাকোলা এরিনাতে। এই মিনি নিলামের আগেই যখন ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের রিটেনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করছিল তখন এক চরম নাটক ঘটে যায়। গতবার আইপিএলের রানার্স আপ গুজরাট টাইটানস দল তাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে রিটেনড ক্রিকেটার হিসেবে ঘোষণা করে। তার পরপরেই তাঁকে ট্রেডিংয়ের মধ্যে দিয়ে দলে নিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স দল। এরপর তাদের ইতিহাসে সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। এরপরেই মুম্বই ভক্তদের মনে যেন কোথাও ক্ষোভ জমা হয়। সোশ্যাল মিডিয়াতে আট লাখ ফলোয়ার হারায় মুম্বই দল। আইপিএলের নিলামের দিন বিষয়টি ফের সামনে আসে। এই বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল ক্রিকেট হেড মাহেলা জয়াবর্ধনেকে প্রশ্ন করা হলে তিনি রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে সমর্থকদের আবেগকে স্বীকৃতি দিয়েছেন।
জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, ‘আমরা সমর্থকদের আবেগকে (রোহিতকে নিয়ে) শ্রদ্ধা জানাই। দলে রোহিত শর্মার থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তা সে মাঠের মধ্য হোক কিংবা মাঠের বাইরে। একটা গোটা প্রজন্মকে সামনের দিকে পথ দেখাতে রোহিতের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাছে রোহিত শর্মার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতেও থাকবে। একজন অসাধারণ ব্যক্তিত্ব রোহিত শর্মা। অসাধারণ একজন অধিনায়ক রোহিত। আমি নিশ্চিত আমাদের যে ইতিহাস তার একটা বিরাট অংশ জুড়ে থাকবে রোহিত। আমি এটা ও নিশ্চিত যে ভবিষ্যতে রোহিত আমাদেরকে গাইড করে নিয়ে যাবে।’
তিনি আরও যোগ করে বলেন, ‘আমি ভক্তদের দিকটা বুঝি। ওরা প্রত্যেকেই দলের প্রতি খুব আবেগপ্রবণ। আমরা সবাই সেই জিনিসটাকে সম্মান জানাই। আমাদের যে পরিকল্পনা রয়েছে তাকে মাথায় রেখে আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। দলে থেকে রোহিত পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি রোহিতের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। দীর্ঘদিন ওঁকে কাছ থেকে দেখেছি। আমাদের সম্পর্কও খুব ভালো। একজন অসাধারণ মানুষ হওয়ার পাশাপাশি ও একজন অসাধারণ অধিনায়কও বটে।’ উল্লেখ্য ২০১৩ সালের আইপিএল চলাকালীন অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স দলের দায়িত্ব নিয়েছিলেন রোহিত শর্মা। এরপর তাঁর নেতৃত্বেই পাঁচ পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে এম আই। ২০১৩,১৫,১৭,১৯ এবং ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। এবার তারা আইপিএলে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খেলবেন।