
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আইপিএল ২০২৪ শুরুর আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরও এক তারকা ক্রিকেটার। ফের ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস শিবির। হ্যারি ব্রুকের পরে আরও এক বিদেশি তারকাকে এবছর আইপিএলে পাচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্যাপিটালস। যদিও এবার আর পরিবর্ত ক্রিকেটার খুঁজে নিতে বিশেষ সময় নষ্ট করেনি দিল্লি।
চোটের জন্য আইপিএল ২০২৪-এ মাঠে নামতে পারবেন না দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি। প্রোটিয়া পেসারের বদলে দিল্লি দলে নেয় এমন এক ক্রিকেটারকে, যিনি এখনও পর্যন্ত দেশের হয়ে মোটে ২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাও আবার ওয়ান ডে ফর্ম্যাটে। যদিও ঘরোয়া ক্রিকেটে মারকাটারি ব্যাটিংয়ে ইতিমধ্যে এবি ডি'ভিলিয়র্সের একটি দুর্দান্ত বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন ২১ বছরের তরুণ।
এনগিদির পরিবর্তে দিল্লি ক্যাপিটালস দলে নেয় অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। এই ম্যাকগার্ক ২০২৩-এর অক্টোবরে ৫০ ওভারের ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েন। অ্যাডিলেডে তাসমানিয়ার বিরুদ্ধে মার্শ কাপের ম্যাচে ৬টি চার ও ১২টি ছক্কার সাহায্যে মাত্র ২৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ফ্রেজার। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ম্যাচ, ৫০ ওভারের ক্রিকেটে এটিই এখনও পর্যন্ত সব থেকে কম বলে করা সেঞ্চুরির বিশ্বরেকর্ড। তিনি ভেঙে দেন এবি ডি'ভিলিয়র্সের ৩১ বলে করা শতরানের নজির।
সাউথ অস্ট্রেলিয়ার হয়ে সেই ইনিংসে ওপেন করতে নেমে ফ্রেজার ১০টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ১২৫ রান করে আউট হন। এখনও পর্যন্ত লিস্ট-এ কেরিয়ারে এই একটিই মাত্র শতরান করেছেন ফ্রেজার। তিনি ৩৭টি টি-২০ ম্যাচের ৩৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ২০.১৫ গড়ে ৬৪৫ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। ২০ ওভারের ক্রিকেটে ফ্রেজার ১৩৩.৫৪ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন।
জ্যাক ফ্রেজার অস্ট্রেলিয়ার হয়ে ২টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৫১ রান সংগ্রহ করেছেন। এহেন অজি তরুণকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় ক্যাপিটালস। তড়িঘড়ি লুঙ্গি এনগিদির পরিবর্ত খুঁজে নিলেও দিল্লি এখনও হ্যারি ব্রুকের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।
ঋষভ পন্ত, প্রবীণ দুবে, ডেভিড ওয়ার্নার, ভিকি ওস্তওয়াল, পৃথ্বী শ, এনরিখ নরকিয়া, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, লুঙ্গি এনগিদি (ছিটকে গিয়েছেন), ললিত যাদব, খলিল আহমেদ, মিচেল মার্শ, ইশান্ত শর্মা, যশ ধুল, মুকেশ কুমার, হ্যারি ব্রুক (সরে দাঁড়িয়েছেন), ত্রিস্তান স্টাবস, রিকি ভুই, কুমার কুশাগ্র, রশিখ দার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ, স্বস্তিক চিকারা ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports