
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সানরাইজার্স হায়দরাবাদ দল আইপিএলের ম্যাচে ২০০ রানের গণ্ডিও টপকাতে না পারায় তাঁদের খোঁচা দিল লখনউ সুপার জায়ান্ট দল। গতবার আইপিএলে কি হয়েছিল এলএসজি বনাম এসআরএইচ ম্যাচে, সেকথা ক্রিকেটপ্রেমিদের মনে রয়েছে। আইপিএলে গতবার বিনা উইকেটেই ১৬৬ রানের টার্গেট তুলে নিয়েছিল এলএসজির বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ। এরপরই লোকেশ রাহুলকে ছেঁটে ফেলা হয় দল থেকে।
এবার লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক হিসেবে ২৭ কোটি টাকায় কিনে আনা হয় ঋষভ পন্তকে। তাঁকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে দিয়েছিলেন এলএসজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। প্রথম ম্যাচে লখনউ হারের পরই সাইডলাইনে পন্তের সঙ্গে গোয়েঙ্কাবাবুর কথাবার্তা দেখে অনেকে মনে করেছিল হয়ত পন্তও ঝাড় খাচ্ছেন। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল তাঁরা।
শার্দুল ঠাকুরের বোলিং ম্যাজিকে সানরাইজার্স হায়দারাবাদকে ১৯০ রানের মধ্যেই আটকে দিল লখনউ সুপার জায়ান্ট। ৯ উইকেট হারিয়ে এই রান তুলল এসআরএইচ শিবির। শার্দুল ঠাকুর একাই নিলেন চার উইকেট। শিকারের তালিকায় রয়েছে গত ম্যাচে শতরান করা সানরাইজার্স ব্যাটার ইশান কিষান। এছাড়াও অভিষেক শর্মাকে তিনি আউট করেন। এরপর শার্দুলের শিকার অভিনব মনোহর এবং মহম্মদ শামি।
সানরাইজার্স হায়দরাবাদ দল এই ম্যাচে নামার আগে সোশাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছিল, যে এই ম্যাচে ৩০০ রান তুলতে পারেন হেড-অভিষেকরা। কারণ লখনউ দলের বোলাররা তেমন তারকা গোছের নয়। ফলে এলএসজির কাছে এই ম্যাচ ছিল সম্মানেরও। সেখানে প্রতিপক্ষকে ২০০র নিচে আটকে ফেলতে পেরেই তাঁদের খোঁচা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বসল গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি।
বিষয়টি কতটা স্পোর্টিং স্পিরিটসুলভ, সেই নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে এক্স হ্যান্ডেলে এলএসজির তরফে খোঁচা দিয়েই লেখা হল, ‘৩০০ তো হল না, চলো ১৯১ রানই চেজ করা যাক ’। এরপর লখনউ সুপার জায়ান্টের শুরুটা ব্যাট হাতে ভালোই করেন মিচেল মার্শ। মার্করাম মাত্র ১ রান করে আউট হলেও এরপর নিকোলাস পুরান নেমে ঝড় তোলেন। ৬ ওভার শেষে ১ উইকেটে ৭৭ রান করে এলএসজি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports