কাউন্টিতে দুর্দান্ত শতরান করলে ভারতীয় ক্রিকেটার করুন নায়ার। এই মুহূর্তে যখন বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলগুলি। তখন বাকিরা নিজেদের ঝালিয়ে নিতে কাউন্টি খেলতে ব্যস্ত। তেমনই করুন নায়ারও এই মুহূর্তে ব্যস্ত কাউন্টি খেলতে। নর্দাম্পটনশায়ার হয়ে খেলছেন করুন। আর সেখানেই কাউন্টিতে প্রথমবার শতরান করলেন তিনি। সারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নামে নর্দাম্পটনশায়ার। আর সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে নর্দাম্পটশায়ার। হাসান আজাদ ৪৮ রানের ইনিংস খেলে ফিরে যান। এমিলিও গে মাত্র ১৬ রান করে ফিরে যান। লকিও বড় রান করতে পারেননি। ঠিক তখনই দলের হাল ধরেন এই ভারতীয়।
ব্যাট করতে নেমে বিপক্ষ দলের বোলারদের কোনও রকম সুযোগ দেননি তিনি। ধীরে ধীরে বড় রানের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। নায়ার বড় রানের চেষ্টা করলেও তাঁকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। বলা ভালো, একাই দলকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। দলকে টেনে তুলে নিয়ে যান। বিপক্ষের কোনও ক্রিকেটারকেই তোয়াক্কা করেননি তিনি। ফলে তাঁর শতরানে ভর করে বড় রানে এগিয়ে যায় নর্দাম্পটশায়ার।
তবে টম টেলর কিছুটা হলেও বড় রান করেন। ৭৭ বলে ৬৬ রান করেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। দ্বিতীয় দিনের শেষে নর্দাম্পটশায়ারের রান ৯ উইকেট হারিয়ে ৩৫১। দিনের শেষে এখনও ক্রিজে রয়েছেন নায়ার। তিনি ২৩৮ বলে ১৪৪ রানে অপরাজিত রয়েছেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ২২টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
কাউন্টিতে অপর একটি ম্যাচে হ্যামশায়ার খেলতে নেমেছে এসেক্সের বিরুদ্ধে। ভারতীয় দলের আরও একজন ক্রিকেটার উমেশ যাদব খেলছেন এসেক্সের হয়ে। আর সেই দলের হয়েই দুর্দান্ত ইনিংস খেললেন উমেশ যাদব। করলেন অর্ধশতরানও। বিপক্ষ দলের বোলারদের নিয়ে কার্যত তাণ্ডব চালালেন তিনি। মাত্র ৪৫ বলে করলেন ৫১ রান। ভারতীয় এই পেসারের ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এই রান দেখেই স্পষ্ট, কতটা চালিয়ে খেলেছেন তিনি। এছাড়াও অ্যাডাম রসিংটন ১০৪ রান করেন। ম্যাট ক্রিটচলি ৯৯ রানের মাথায় ফিরে যান। ৪৪৭/৯ রানে ডিক্লেয়ার ঘোষণা করে এসেক্স।