গত বছর কলকাতা নাইট রাইডার্স যে ভাবে আইপিএল শিরোপা জিতেছিল, তার পর এই মরশুমে দলটি আবারও ভালো পারফর্ম করবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু অর্ধেক মরশুম শেষ হয়ে গিয়েছে এবং আইপিএল ২০২৫-এ কলকাতার পারফরম্যান্স এখনও পর্যন্ত হতাশাজনক। কিন্তু শুধু দলের পারফরম্যান্সই নয়, এই দলের ভক্তদের সমর্থনও এই মরশুমে এখনও পর্যন্ত হতাশাজনক। শনিবার (২৬ এপ্রিল) পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ফের ফাঁকা গ্যালারি ইডেনের। উইক এন্ডেও দেখা মিলল না কেকেআর সমর্থকদের। ভরলই না ইডেনের গ্যালারি। হঠাৎ কী হল? আইপিএল থেকে কেন মুখ ফিরিয়েছে তিলোত্তমা?
ইডেনের গ্যালারি ভরল না আরও একবারও
শনিবাসরীয় ইডেন ছিল বড়ই অচেনা। সপ্তাহান্তে ঘরের মাঠে খেলছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ইডেনমুখী হয়নি শহরের ক্রিকেটপ্রেমীরা। অথচ কলকাতা তো ক্রীড়াপ্রেমীদের শহর। উদ্বোধনী ম্যাচ ছাড়া এবার কেকেআর-এর ম্যাচে আসেননি শাহরুখ খান। যা সচরাচর হয় না। সেই সঙ্গে ইডেন থেকে মুখ ফিরিয়েছে নাইট ভক্তরাও।
পঞ্জাবের কাছে অপ্রত্যাশিত হারের পরও গুজরাট টাইটান্স ম্যাচে মাঠ প্রায় ভরে গিয়েছিল। প্রায় ৫৫ হাজার ক্রিকেট ভক্ত হাজির ছিল। কিন্তু জোড়া হারের পর সম্ভবত আগ্রহ হারিয়েছে কলকাতা। এদিন ইডেনের ঢোকার আগেই অচেনা ছবি চোখে পড়েছিল। গোষ্ট পাল সরণির মুখ থেকেই বোঝা যাচ্ছিল, ইডেন বিমুখ হয়ে রয়েছে এই শহর। জার্সি, পতাকা, হেড ব্যান্ড নিয়ে রাস্তার দুই ধারে বিক্রেতারা থাকলেও, ছিল না ক্রেতার ঢল।
আরও পড়ুন: সামনে দুর্গম গিরি, তবু IPL 2025-এর প্লে-অফে এখনও উঠতে পারে CSK, জেনে নিন কোন সমীকরণে
দামি টিকিট আর তারকা খেলোয়াড়ের অভাব কি এর কারণ?
তবে এর পেছনের আসল কারণ এখনও স্পষ্ট নয়, তবে মরশুমের শুরু থেকেই টিকিটের দাম নিয়ে জলঘোলা চলছিল। টিমিটের দাম বেশি হওয়ায় অনেকেই মাঠে আসার আগ্রহ হারিয়েছেনবলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এবার দলে এমন কোনও বড় খেলোয়াড় নেই, যাঁকে এই ফ্র্যাঞ্চাইজির মুখ করা যেতে পারে। গত মরশুমে শ্রেয়স আইয়ার ছিলেন, কিন্তু তার চেয়ে বড় কারণ ছিলেন পরামর্শদাতা গৌতম গম্ভীর, যিনি বহু বছর পর এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এসেছিলেন। এছাড়াও এই দলে পশ্চিমবঙ্গের কোনও স্থানীয় ক্রিকেটার নেই, যে ভক্তদের দলে যোগ দিতে বাধ্য করবে। সব মিলিয়ে ইডেনের গ্যালারি ফাঁকা- যে দৃশ্য অত্যন্ত অপরিচিত। যদিও এখনও প্লে-অফে ওঠার সম্ভবনা রয়েছে কেকেআর-এর। কিন্তু ইডেনের হাল দেখে সেটা বোঝা দায়।