২০২৫ সালের আইপিএলের মাঝে রোহিত শর্মা আবার ফর্মে ফিরে এসেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের শেষ দু'টি ম্যাচেই তিনি অর্ধশতরান করেছেন। আর মুম্বইও শেষ ম্যাচ দু'টিতে জিতেছে। এর মাঝেই রোহিত শর্মার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেটা শেয়ার করেছে লখনউ সুপার জায়ান্টস। এই ভিডিয়োতে, রোহিতকে লখনউ সুপার জায়ান্টসের এক তরুণ খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে এবং ব্যাটিং টিপস দিতে দেখা গিয়েছে। এই ভিডিয়োটি ওয়াংখেড়ে-তে মুম্বাই ইন্ডিয়ান্স এবং এলএসজির মধ্যে অনুষ্ঠিত ম্যাচের আগের দিন অনুশীলনের সময়কার।
তরুণ খেলোয়াড়কে ব্যাটিং টিপস দিলেন রোহিত শর্মা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োতে, রোহিত শর্মার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে লখনউ সুপার জায়ান্টসের বিস্ফোরক ব্যাটসম্যান আব্দুল সামাদকে। দুই দলের মধ্যে ম্যাচের আগের দিন অনুশীলনের মাঝে এই ঘটনাটি ঘটেছে। আব্দুল সামাদকে পরামর্শ দেওয়ার সময়ে রোহিত পিচ থেকে শুরু করে শট নির্বাচন- সব কিছু নিয়ে খুলে কথা বলেছেন। এমন কী তিনি সামাদকে মেন্টাল স্ট্রেন্থেরও শিক্ষা দিয়েছেন। প্রতিটি ক্রিকেট ভক্ত এই ভিডিয়োটি পছন্দ করেছেন। প্রসঙ্গত, আব্দুল সামাদ জম্মু ও কাশ্মীরের একজন তারকা ক্রিকেটার এবং গত কয়েক বছর ধরে আইপিএল খেলছেন।
হিটম্যানের সঙ্গে আব্দুল সামাদের কী কথোপকথন হয়েছিল?
লখনউয়ের ক্রিকেটারকে রোহিত শর্মা বলেছেন, ‘উইকেটের একটা গতি আছে। প্রতিটি দিনই পাল্টায়। আজ আর্দ্রতা আছে, তাই বল ধীরে আসবে। আগামীকাল যদি বাতাস থাকে, তাহলে উইকেট ফার্স্ট হতে পারে। ম্যাচ শুরু না হওয়া পর্যন্ত এই সব বোঝা যায় না। মাঠে নেমেই বুঝতে হবে, কী শট খেলতে হবে।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘তোমার যতই ক্ষমতা থাকুক না কেন, যতই প্রতিভা থাকুক না কেন, যতই কৌশল থাকুক না কেন- কিছু জিনিস মেনে চলতে হবে। তুমি আমার মতো খেলতে পারবে না, আমি তোমার মতো খেলতে পারব না, তোমার নিজের প্রতিভা আছে। যদি অন্যের থেকে টুকতে যাই, গোটা জীবন কেটে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল মন, এর উপরে সবটা নির্ভর করে। চিন্তাভাবনা কাজ না করলে, ব্যাটিং অসম্পূর্ণ থেকে যাবে।’
আরও পড়ুন: সামনে দুর্গম গিরি, তবু IPL 2025-এর প্লে-অফে এখনও উঠতে পারে CSK, জেনে নিন কোন সমীকরণে
প্রসঙ্গত, ২৩ বছর বয়সী ফিনিশার আব্দুল সামাদ ২০২০ সাল থেকে আইপিএল খেলছেন। এই মরশুমে তিনি ৮ ম্যাচে ১৯৪.৮২ স্ট্রাইক রেটে ১১৩ রান করেছেন। যার মধ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১১ বলে ৩০ রানের ইনিংস অন্তর্ভুক্ত। এর আগে, তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৫ বছর খেলেছিলেন। সেই সময়েও, তিনি তাঁর খেলা দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন।