সেই '৩৬'-ই কি গেরো উঠবে ভারতের কাছে? টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নিয়ে জ্যোতিষী সুমিত বাজাজ যে ভবিষ্যদ্বাণী করেছেন, সেটা দেখে তাই মনে হতে পারে। তিনি জানিয়েছেন, শনিবার ফাইনালে সকাল ১১ টা ৩ মিনিট থেকে সকাল ১১ টা ৩৯ মিনিট পর্যন্ত (ভারতীয় সময় অনুযায়ী, রাত ৮ টা ৩৩ মিনিট থেকে রাত ৯ টা ৯ মিনিট) ভারতের 'লাক' সবথেকে খারাপ থাকবে। তার আগে বা পরে কখনও ভারতের ‘লাক’ এতটা খারাপ থাকবে না। তবে ওই '৩৬'-র গেরো সত্ত্বেও ভারতের হাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ওঠার সম্ভাবনা বেশি। ওই জ্যোতিষীর মতে, ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা হল ৭৫ শতাংশ।
ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৭৫%
ওই জ্যোতিষী বলেছেন, 'দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা হল ৭৫ শতাংশ। বিশেষত বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার, (শিবম) দুবে, (রবীন্দ্র) জাদেজা, আর্শদীপ (সিংয়ের) হাত ধরে আজ বাজিমাত করবে ভারত।'
আরও পড়ুন: LIVE IND vs SA Barbados Weather: রোদ ঝলমল করছে বার্বাডোজে! ভিড় জমাচ্ছেন ফ্যানরা
'৩৬'-র গেরোটা কী?
জ্যোতিষীর মতে, ফাইনালে ভারতের জন্য সবথেকে বিপজ্জনক সময় হতে চলেছে ৩৬ মিনিটের একটা ‘স্পেল’। যে ‘৩৬’ সংখ্যাটা ভারতীয় ক্রিকেট ভক্তদের জীবনে একটা ত্রাস। কারণ ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত। যে অভিশপ্ত ইনিংসে ভারতীয় ব্যাটারদের স্কোর ছিল যথাক্রমে ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪ এবং ১।

ভারতের কোন ব্যাটার কত রান করবেন?
ভারতীয় দলের কোন ব্যাটার কত রান করবেন, সেটা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন ওই জ্যোতিষী। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২২ রান করবেন রোহিত শর্মা। ৪৬ রান করবেন বিরাট কোহলি। ঋষভ পন্ত পাঁচ রান করবেন। সূর্যকুমার যাদব করবেন ৪১ রান। শিবম দুবের ব্যাট থেকে আসবে ২৮ রান। হার্দিক পান্ডিয়া ২৭ রান করবেন। যথাক্রমে তিন রান এবং ১৮ রান করবেন অক্ষর প্যাটল এবং রবীন্দ্র জাদেজা।
সার্বিকভাবে ভারতের মোট ১৯০ রান উঠবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন জ্যোতিষী। ভারতের আট ব্যাটার যত রান করবেন বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, সেটা যোগ করে ১৯০ হচ্ছে। অতিরিক্ত হিসেবে যে রান যোগ হয়, সেটার বিষয়ে তিনি কিছু উল্লেখ করেননি। তিনি শুধু জানিয়েছেন, ভারত প্রথমে ব্যাট করবে ধরে সেই ভবিষ্যদ্বাণী করেছেন।