এফআইএইচ প্রো লিগের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ভারতীয় হকি দল। স্পেনের কাছে পুরুষ হকি দল হেরে গেল ১-৩ গোলে। কলিঙ্গ স্টেডিয়ামে ম্য়াচে সেভাবে দাগ কাটতেই পারলেন না ভারতীয় খেলোয়াড়রা। বিশ্বের পাঁচ নম্বর ভারতের হয়ে একমাত্র গোলটি করেন শুখজিত সিং। অন্যদিকে স্পেনের গোলদাতা বোর্হা, ইগনাসিও এবং ব্রুনো আভিলা।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
৩-১ গোলে স্পেনের কাছে হার ভারতের
শুরুতে অবশ্য দেশের মাটিতে চাপ বজায় রেখেছিল ভারতই। প্রথম তিন মিনিটের মধ্যেই পেনাল্টিং কর্নার পায় ভারত, কিন্তু জুগরাজের শট প্রতিহত হয় খেলোয়াড়দের গায়ে লেগে। অভিষেক থেকে ললিত বল পেয়ে গেছিলেন ১৪ মিনিটে, কিন্তু বল টার্গেটে রাখতে পারেননি তিনি। আক্রমণে অভিষেক এবং শুখজিত প্রচুর সুযোগ তৈরি করলেও একবারই গোলের দেখা পায় তাঁরা। জরমনপ্রীতের বাড়ানো বল প্রথমে কন্ট্রোল করতে না পারলেও পরে তা থেকেই গোল করেন তিনি।
স্পেনের হয়ে গোল বোর্হা, ইগনাসিও, আভিলার
২৮ মিনিটে স্পেনের হয়ে সমতা ফেরান বোর্হা। এরপর থেকেই ভারতের গোলের তলায় গোলরক্ষককে সদা ব্যস্ত রাখে স্পেন। ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে গোল করেন ইগনাসিও। এরপর ৫৬ মিনিট নাগাদ আগে ম্যাচের শেষ গোল। স্পেনের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রুনো আভিলা। এটই তাঁর প্রথম আন্তর্জাতিক গোল।
আরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
ইংল্যান্ডকে হারাল মহিলা ব্রিগেড
পুরুষ দল হেরে গেলেও মহিলারা অবশ্য নিরাশ করল না ভারতকে। তাঁরা ইংল্যান্ডকে হারিয়ে দিল ৩-২ গোলে। ৬ মিনিটেই গোলের খাতা খোলেন ভারতের বৈষ্ণবী, মণিষা চৌধুরির পেনাল্টি কর্নার ডিফ্লেক্ট হয়ে আসতেই গোল করেন তিনি। কিন্তু ১২ মিনিটেই সমতা ফেরান ইংল্যান্ডের ডার্সি বোর্ন। ২৫ মিনিট দীপিকার পেনাল্টি কর্নর থেকে দুরন্ত শটে অর্জন করা গোলে ব্যবধান ২-১ করে ভারত। ৫৮ মিনিটে ভারতীয় কোচের রক্তচাপ বাড়িয়ে ইংল্যান্ডকে সমতা ফেরান ফিওনা ক্রাকেলস।
আরও পড়ুন- ‘ভারতকে হারানো টার্গেট নয়, চাইব ট্রফি জিততে’! বলছেন পাক সহ অধিনায়ক! আগেই হার মানলেন?
দুরন্ত পারফরমেন্স মহিলা ব্রিগেডের
তখনও বাকি ছিল ক্লাইম্যাক্স। ম্যাচের শেষ মূহূর্তে নবনীত কৌরের গোলে ম্যাচ থেকে জয় তুলে নেয় ভারতের মহিলা ব্রিগেড। ৫৯ মিনিটের মাথায় গোলটি করেন নবনীত। ফলে ২০২২ কমনওয়েল্থ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ফিরে আসার মতো সময়ও ছিল না। গোলের তলায় দুরন্ত পারফরমেন্স করেন ভারতের সবিতা পুনিয়া। তিনি একাধিক গুরুত্বপূর্ণ সেভ দেন।