লিগের ৫ ম্যাচের মধ্যে কেবলমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখতে হয় ইন্ডিয়া মাস্টার্স দলকে। তবে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই খেতাবি লড়াইয়ের টিকিট অর্জন করে ভারতীয় দল। আপাতত দেখে নেওয়া যাক কোন পথে মাস্টার্স লিগের ফাইনালে ওঠেন সচিন তেন্ডুলকররা। জেনে নেওয়া যাক ভারতীয় দলকে ফাইনালে তোলার প্রধান ৫ কারিগর কারা।
কোন পথে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে ওঠে ভারত
১. লিগের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে ইন্ডিয়া মাস্টার্স।
২. লিগের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটের ব্যবধানে উড়িয়ে দেন সচিন তেন্ডুলকররা।
৩. লিগের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে দেয় ইন্ডিয়া মাস্টার্স।
৪. লিগের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে যায় ভারতীয় দল।
৫. লিগের পঞ্চম তথা শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ রানে জয় তুলে নেয় ইন্ডিয়া মাস্টার্স।
৬. সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৪ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেন সচিনরা।
ভারতকে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে তোলার ৫ কারিগর
যুবরাজ সিং: ইন্ডিয়া মাস্টার্সের হয়ে টুর্নামেন্টের পাঁচ ম্যাচে মাঠে নামেন যুবরাজ সিং। তিনি ৪টি ইনিংসে ব্যাট করে ১৬৬.০০ গড়ে ১৬৬ রান সংগ্রহ করেন। যুবি ৩টি ইনিংসে নট-আউট থাকেন। তিনি হাফ-সেঞ্চুরি করেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৫৯ রানের। উল্লেখযোগ্য বিষয় হল, যুবরাজ ১৯৩.০২ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন। তিনি চার মারেন ১৩টি এবং ছক্কা হাঁকান ১৩টি। যুবরাজ ১টি ম্যাচে বল করে ৩টি উইকেটও দখল করেন।
সচিন তেন্ডুলকর: চলতি মাস্টার্স লিগে ভারতীয় দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সচিন তেন্ডুলকর। তিনি টুর্নামেন্টের ৫টি ম্যাচে মাঠে নামেন। ৫টি ইনিংসে ব্যাট করে ৩১.২০ গড়ে ১৫৬ রান সংগ্রহ করেন তেন্ডুলকর। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৪ রানের। সচিন ১৫৬.০০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন।
ইরফান পাঠান: ইরফান পাঠান ৫টি ইনিংসে ব্যাট করে ৫৬.৫০ গড়ে ১১৩ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৫৬ রানের। তিনি ১৮৫.২৪ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন। সেই সঙ্গে ৬টি ইনিংসে বল করে ৬টি উইকেটও নিয়েছেন ইরফান।