২৬ ফেব্রুয়ারি (সোমবার) রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারত পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয়। তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধ্রুব জুরেল ভারতের প্রথম ইনিংসে ৯০ করেন। এবং তাদের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ করে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করার পাশাপাশি, ধ্রুব জুরেল উইকেটের পিছনে দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করেছেন।
আর রাঁচি টেস্টের হারের পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস উচ্ছ্বসিত হয়ে জুরেলের প্রশংসা করেন এবং জানান, তাঁর দলের এক ক্রিকেটার জুরেলকে ভালোবেসে ফেলেছেন। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে স্টোকস বলেছেন, ‘জুরেল দু'টি ইনিংসেই ভালো খেলেছে। খুব ভালো কিপিংও করেছে। আমার মনে হয়ে বেন ফোকস ওকে ভালোবেসে ফেলেছে।’
আরও পড়ুন: নিয়মিত টেস্ট খেললে মিলবে অতিরিক্ত বোনাস- লাল-বলের ক্রিকেটে আকর্ষণ বাড়াতে নতুন বেতন পরিকাঠামোর ভাবনা BCCI-এর- রিপোর্ট
আসলে রাঁচিতে ভারতের প্রথম ইনিংসের ছবিটাই বদলে দিয়েছিলেন ধ্রুব জুরেল। একটা সময় মনে হয়েছিল, ভারতের প্রথম ইনিংসের পর বোধহয় একশোর অনেক বেশি লিড নেবে ইংল্যান্ড। কিন্তু সেটা হতে দেননি জুরেল। তাদের প্রথম ইনিংসে ১৭৭ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর, ভারত যে ৩০৯ রান করেছিল, তার আসল কৃতিত্ব ধ্রুব জুরেলের।
আরও পড়ুন: যাদের টেস্ট খেলার খিদে নেই… জুরেল সহ তরুণদের নিয়ে উচ্ছ্বসিত হলেও, ঘুরিয়ে ইশানদের ঠুকলেন রোহিত