প্রতিপক্ষ ইংল্যান্ড দলের একজন ব্যাটসম্যান টেস্টে যত রান সংগ্রহ করেছেন, ভারতের ১৭ জন ক্রিকেটার মিলে টেস্ট কেরিয়ারে তত রান সংগ্রহ করতে পারেননি। ক্রিকেটপ্রেমীদের অবাক করতে পারে এমন পরিসংখ্যান। আসলে ভারতের টেস্ট স্কোয়াডে অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিই তফাৎ গড়ে দেয় এক্ষেত্রে।
এক দশকেরও বেশি সময় পরে ভারত বিরাট কোহলি, চেতেশ্বর পূাজারা ও অজিঙ্কা রাহানের মতো তিন সিনিয়র তারকাকে একসঙ্গে মাঠের বাইরে রেখে টেস্ট খেলতে নামছে। তার উপর লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার মতো দুই অভিজ্ঞ তারকা চোটের জন্য ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে।
স্বাভাবিকভাবেই বিশাখাপত্তনম টেস্টের জন্য ভারতীয় নির্বাচকদের বেছে নেওয়া স্কোয়াডকে নিতান্ত অনভিজ্ঞ দেখাচ্ছে। ব্যাটিং বিভাগে রোহিত শর্মা ছাড়া সেই অর্থে অভিজ্ঞ ক্রিকেটার নেই। বোলিং বিভাগে অশ্বিন ও বুমরাহ ছাড়া সিনিয়র ক্রিকেটার চোখে পড়ছে না।
এমন পরিস্থিতিতে ভাইজ্যাগ টেস্টের স্কোয়াডে থাকা ১৭ জন ভারতীয় ক্রিকেটারের সম্মিলিত রানকে একাই টপকে গিয়েছেন জো রুট। অর্থাৎ, রুট এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারে যত রান সংগ্রহ করেছেন, ভারতীয় দলের সবার টেস্ট রান যোগ করলে তত রান উঠবে না। রুট ১৩৬টি টেস্টের ২৪৯টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ১১৪৪৭ রান সংগ্রহ করেছেন। বিশাখাপত্তনম টেস্টের স্কোয়াডে থাকা ১৭জন ভারতীয় ক্রিকেটারের সম্মিলিত রান ১০৭০২।
ভারতীয় স্কোয়াডের ১৭ জন ক্রিকেটারের টেস্ট রান:-
১. রোহিত শর্মা- ৫৫ টেস্টে ৩৮০০ রান।
২. রবিচন্দ্রন অশ্বিন- ৯৬ টেস্টে ৩২২২ রান।
৩. জসপ্রীত বুমরাহ- ৩৩ টেস্টে ২১৯ রান।
৪. কেএস ভরত- ৬ টেস্টে ১৯৮ রান।
৫. শ্রেয়স আইয়ার- ১৩ টেস্টে ৭৫৫ রান।
৬. যশস্বী জসওয়াল- ৫ টেস্টে ৪১১ রান।
৭. কুলদীপ যাদব- ৮ টেস্টে ৯৪ রান।
৮. মহম্মদ সিরাজ- ২৪ টেস্টে ১০১ রান।
৯. মুকেশ কুমার- ২ টেস্টে ০ রান।
১০. অক্ষর প্যাটেল- ১৩ টেস্টে ৫৭৪ রান।
১১. শুভমন গিল- ২১ টেস্টে ১০৬৩ রান।
১২. ওয়াশিংটন সুন্দর- ৪ টেস্টে ২৬৫ রান।
১৩. সরফরাজ খান- এখনও টেস্ট খেলেননি।
১৪. সৌরভ কুমার- এখনও টেস্ট খেলেননি।
১৫. রজত পতিদার- এখনও টেস্ট খেলেননি।
১৬. ধ্রুব জুরেল- এখনও টেস্ট খেলেননি।
১৭. আবেশ খান-- এখনও টেস্ট খেলেননি।
অর্থাৎ, ভারতীয় স্কোয়াডে রোহিতের পরে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান রবিচন্দ্রন অশ্বিনের। স্কোয়াডের ৫ জন ক্রিকেটার এখনও কোনও টেস্ট খেলেননি। মুকেশ কুমার ২টি টেস্ট খেললেও এখনও কোনও রান সংগ্রহ করেননি।