আফগনিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত এক নজির গড়তে পারেন রোহিত শর্মা। এমন এক ব্যক্তিগত মাইলস্টোন টপকাতে পারেন হিটম্যান, যা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি ছাড়া আর কেউ ছুঁতে পারেননি।
আসলে কোহলির পরে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করতে পারেন রোহিত শর্মা। তার জন্য ভারত অধিনায়কের দরকার মোটে ১৪৭ রান। আপাতত রোহিত ১৪৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ১৪০টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮৫৩ রান সংগ্রহ করেছেন। তিনি দেশের জার্সিতে ২০ ওভারের ক্রিকেটে ৪টি সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরি করেছেন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিশ্বের সব ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে বেশি রান রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। তিনি ১১৫টি ম্যাচের ১০৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ৪০০৮ রান সংগ্রহ করেছেন। বিরাট আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ-সেঞ্চুরি করেছেন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহের নিরিখে কোহলির ঠিক পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। আর মাত্র ১৫৬ রান সংগ্রহ করলে কোহলিকে টপকে বিশ্বরেকর্ড নিজের দখলে নেবেন রোহিত।
আরও পড়ুন:- IND vs AFG: একা শাকিবের রয়েছে এই নজির, ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের T20I সিরিজে সেই কৃতিত্বে ভাগ বসাতে পারেন নবি
যদিও আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজে রোহিতের পাশাপাশি ব্যাট হাতে মাঠে নামবেন বিরাট কোহলিও। সুতরাং, বিরাটের রেকর্ড টপকানো রোহিতের পক্ষে এখনই সম্ভব নাও হতে পারে। রোহিত অবশ্য সিরিজে কোহলির থেকে ১টি ম্যাচ বেশি খেলবেন। কেননা ব্যক্তিগত কারণে বিরাট কোহলি সিরিজের প্রথম টি-২০ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি সিরিজের শেষ ২টি টি-২০ ম্যাচে মাঠে নামবেন। রোহিত সেখানে সিরিজের তিনটি ম্যাচেই ভারতকে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন:- লিগের সব ম্যাচ জিতেও শেষ পরীক্ষায় বসা হল না ভারতীয় যুব দলের, ভেস্তে গেল ফাইনাল
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান করা ৫ ক্রিকেটার:-
১. বিরাট কোহলি (ভারত)- ১০৭টি ইনিংসে ৪০০৮ রান।২. রোহিত শর্মা (ভারত)- ১৪০টি ইনিংসে ৩৮৫৩ রান।৩. মার্টিন গাপ্তিল (নিউজিল্যান্ড)- ১১৮টি ইনিংসে ৩৫৩১ রান।৪. বাবর আজম (পাকিস্তান)- ৯৮টি ইনিংসে ৩৪৮৫ রান।৫. পল স্টার্লিং (আয়ারল্যান্ড)- ১৩৩টি ইনিংসে ৩৪৩৮ রান।