
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দীর্ঘ চোট আঘাত সামলে ভারতীয় দলে ফিরে এসেছেন মহম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নাম রয়েছে তাঁর। বুধবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি। তার আগে অনুশীলনে ব্যস্ত শামি সহ গোটা ভারতীয় দল। অনেক দিন পর জাতীয় দলে ফিরে নিজের সেরাটা দেওয়ার জন্য উত্তেজিত বাংলার এই পেসার। দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। তারপর থেকে চোটের বিরুদ্ধে লড়াই শুরু হয় তাঁর। অবশেষে ২০২৪-এর শেষের দিকে বাংলার হয়ে বল হাতে ক্রিকেট মাঠে ফিরে আসেন তিনি। দুরন্ত পারফরম্যান্স করে ফের একবার জাতীয় দলে জায়গা করে নেন শামি।
মহম্মদ শামি জানিয়েছেন যে জাতীয় দলে ফেরার তাগিদই তাঁকে চোটের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিয়েছে। সোমবার সিএবি-র এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘দেশের হয়ে খেলার যেই খিদেটা আছে সেটা যেন কখনও না ফুরায়। আপনার যদি সেটার প্রতি ভালোবাসা থাকে তবে যেকোনও পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন, তা সেটা ১০ বার চোট পাওয়াই হোক না কেন।’ পরবর্তীতে শামি জানিয়েছেন যে তিনি দেশের হয়ে যতই ম্যাচ খেলে নিক না কেন সবসময় তা কম মনে হয়। এই তারকা পেসার বলেন, ‘আমি দেশের হয়ে যতই ম্যাচ খেলে নিই না কেন সবসময় আমার তা কম মনে হয়। কারণ একবার যখন আমি ক্রিকেটকে বিদায় জানাব তখন আর দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাব না।’
যখন কোনও ক্রিকেটার দেশ বা রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেন, তখন তিনি চোটের কাছে হার মানতে চাননা বলে মন্তব্য করেন মহম্মদ শামি। তিনি বলেন, ‘একজন প্লেয়ার যে রাজ্য বা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন সে কখনও একটা চোট পেয়ে খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবে না। যখনই আমরা চোট পাই, তখন একটাই জিনিস মাথায় ঘোরে - কবে আবার ফিরব?’ তিনি আরও বলেন, ‘আপনি যদি কঠোর পরিশ্রমী হন এবং লক্ষ্যে স্থির থাকেন তবে কোনও চোটই কিছু করতে পারবে না।’ উল্লেখ্য,২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে গোড়ালিতে চোট পেয়েছিলেন এই তারকা পেসার। তারপর থেকে আর ক্রিকেট মাঠে দেখা যায়নি তাঁকে। গত বছরের শুরুর দিকে অস্ত্রোপচারও হয়েছে তাঁর। এরপর দীর্ঘদিন বিশ্রামে থাকার পর সেপ্টেম্বর থেকে বল করা শুরু করেন তিনি। অক্টোবরে হঠাৎ করে আবার হাঁটুতে চোট পান মহম্মদ শামি। অবশেষে সব বিপত্তি কাটিয়ে ভারতের হয়ে বল হাতে নামার জন্য তৈরি তিনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports