কয়েক দিন আগেই শেষ হয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাশেজ টেস্ট সিরিজ। এই অ্যাশেজে এবার দেখা গিয়েছে ব্যাজবল পদ্ধতি। টেস্ট ক্রিকেটের নতুন এই পদ্ধতি যেমন অনেকেই আপন করে নিতে পেরেছেন, ঠিক তেমনই অনেকেই ব্যাজবলকে মেনে নিতে পারেননি। তবে এই ব্যাজবল পদ্ধতি মনে ধরেছে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের। তিনিও চান ভারত যাতে এই ব্যাজবল পদ্ধতি খুব তাড়াতাড়ি গ্রহণ করে নিতে পারে।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন, 'ব্যাজবল চমৎকার। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি সাম্প্রতিক সময়ে আমার দেখা সেরা সিরিজগুলির মধ্যে একটি। আমি মনে করি, ক্রিকেটটা এই ভাবেই খেলা উচিত। রোহিত ভালো। তবে ওকে আরও আক্রমণাত্মক হতে হবে। ইংল্যান্ডের মতো দল এখন কী ভাবে খেলবে, সেটা ভাবতে হবে। এবং এটা শুধু টিম ইন্ডিয়ার ক্ষেত্রেই নয়, সব ক্রিকেট খেলিয়ে দেশকেই এই ভাবে ভাবতে হবে। সব দলের কাছেই, ম্যাচে জয় পাওয়াটাই অগ্রাধিকার হওয়া উচিত (ড্রয়ের জন্য খেলা নয়)।'
সেই সঙ্গে তিনি এও পরামর্শ দিয়েছেন রোহিতকে আরও আগ্রাসন দেখিয়ে খেলতে। কারণ ব্যাজবল পদ্ধিতিতে খেললে আরও দ্রুত একশো রান করা সম্ভব হবে। যা রোহিত-বিরাটরা অনেকটা বল ব্যবহার করেনও বলে মনে করেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সেই সঙ্গে কপিল দেব মনে করেন ব্যাজবল পদ্ধতিতে টেস্ট খেলতে হলে প্রয়োজন ঘরোয়া ক্রিকেট খেলা। কারণ এই আক্রমণাত্মক টেস্ট খেলা শিখতে হবে ঘরোয়া ক্রিকেট থেকেই।
রোহিত এবং বিরাটের ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন করা হলে ভারতকে প্রথম বিশ্বকাপ দেওয়া অধিনায়ক বলেন, 'ঘরোয়া ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি বা রোহিত শর্মা বা অন্য কোনও শীর্ষ ক্রিকেটার কত ঘরোয়া ম্যাচ খেলেছে? আমি মনে করি শীর্ষ ক্রিকেটারদের অবশ্যই নির্দিষ্ট পরিমাণে ঘরোয়া ম্যাচ খেলতে হবে যাতে এটি পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের সাহায্য করে।'
ইতিমধ্য়েই শেষ হয়ে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। টেস্ট এবং ওডিআই সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে হারতে হয়েছে। ফলে সমালোচনা চলছেই হার্দিকের দলকে। তার মধ্যে সামনেই এশিয়া কাপ। তার আগে আয়ারল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় দল। যদিও সেই সিরিজে নেই বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা। চোট থেকে ফিরে আসা জসপ্রীত বুমরাহ সেই সফরে দলকে নেতৃত্ব দেবেন।