
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে দারুণ কিছু করে দেখাতে ঋষভ পন্তের ব্যাটে তাকিয়ে টিম ইন্ডিয়া। সাম্প্রতিক সময়ে বিদেশ সফরের টেস্ট সিরিজে পন্তের ব্য়াট বরাবর নির্ভরতা দিয়েছে ভারতীয় দলকে। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্ত বুঝিয়ে দিয়েছেন, দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। সুতরাং, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋষভের কাছ থেকে চমকপ্রদ পারফর্ম্যান্স দেখার আশায় বুক বাঁধছেন ভারতীয় সমর্থকরা।
এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী বিস্ময় প্রকাশ করেন, কীভাবে পুনরায় মাঠে নেমে চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন পন্ত। কেননা গাড়ি দুর্ঘটনার পরে তাঁকে যে অবস্থায় দেখেছিলেন শাস্ত্রী, তাতে তাঁর মনে হয়েছিল বুঝি ঋষভের কেরিয়ার শেষ। তাই পন্তের এমন চমকপ্রদ কামব্যাককে মিরাকল বলেই মনে করেন শাস্ত্রী।
news.com.au-এর তুলে ধরা উদ্ধৃতি অনুযায়ী পন্তের প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘সত্যি বলছি, যদি তখন ওকে দেখতেন, ফের ক্রিকেট খেলতে পারে বলে দুঃস্বপ্নেও ভাবা সম্ভব হতো না। আমি কখনও ভুলব না ছবিটা। ওর অবস্থা ছিল ভয়ানক। দুর্ঘটনার একমাস পরে আমি ওকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। সারা শরীরে আঘাত লেগেছিল। ওকে ক্ষতবিক্ষত দেখাচ্ছিল। আমার মনে হয়েছিল বুঝি সব শেষ।’
শাস্ত্রী আরও বলেন, ‘ওর বড় বড় সব অস্ত্রোপচার হয়েছিল। সারা শরীরে সেলাই। সেই অবস্থা থেকে সুস্থ হয়ে ক্রিকেট খেলা মিরাকল ছাড়া আর কিছুই হতে পারে না। সেই পরিস্থিতির থেকে ফিরে বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়া এবং টেস্ট টিমে ফিরে আসাই অবিশ্বাস্য বিষয়। এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না।’
২০২২ সালের ডিসেম্বরে ঋষভ পন্ত ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর গাড়িতে আগুন ধরে যায়। তিনি কোনও রকমে কাচ ভেঙে বাইরে বেরিয়ে আসেন এবং প্রাণে বেঁচে যান। তবে তাঁর সারা শরীর আঘাতে জর্জরিত হয়ে যায়।
পন্ত সুস্থ হয়ে আইপিএল ২০২৪-এ মাঠে ফেরেন। পরে জায়গা করে নেন ভারতের বিশ্বকাপ দলে। বিশ্বকাপের পরে টিম ইন্ডিয়ার ওয়ান ডে স্কোয়াডেও ফেরেন পন্ত। অবশেষে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের সাদা জার্সিতে কামব্যাক ঘটে তাঁর।
পন্ত বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্টের চারটি ইনিংসে ব্যাট করে যথাক্রমে ৩৯, ১০৯, ৯ ও অপরাজিত ৪ রান সংগ্রহ করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের ৬টি ইনিংসে ব্যাট করে পন্ত সংগ্রহ করেন যথাক্রমে ২০, ৯৯, ১৮, ০, ৬০ ও ৬৪ রান। অর্থাৎ, শেষ ৫টি টেস্টে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেন ঋষভ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports