ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের গলায় শুভমন গিলের প্রশংসা। আসলে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক টেস্ট অধিনায়ক শুভমন গিলের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন। সেই কারণেই গিলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আজহারউদ্দিন। বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় দিনের ঐতিহাসিক ইনিংসের পর। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শুভমন ৩৮৭ বলে ২৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।ANI-কে মহম্মদ আজহারউদ্দিন বলেন, ‘আমি মনে করি ও দারুণ ব্যাট করেছে। ও ভারতের অন্যতম সেরা খেলোয়াড়। ও ইতিমধ্যেই ভবিষ্যতের তারকা। আমি মনে করি সামনে অনেক কিছু অর্জন করবে। আমি ওর জন্য শুভেচ্ছা জানাই, আর আশা করি ও এইভাবে খেলে দেশের গর্ব বাড়িয়ে যাবে।’ভারতীয় ক্রিকেট ইতিহাসে গিলের যুগান্তকারী ইনিংসশুভমন গিলের এই দ্বিশতক ভারতীয় টেস্ট ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। বীরেন্দ্র সেহওয়াগ, ভিভিএস লক্ষ্ণণ, রাহুল দ্রাবিড়, করুণ নায়ার, বিরাট কোহলির পরে গিল হলেন ষষ্ঠ ভারতীয়, যিনি টেস্টে ২৫০+ রানের ইনিংস খেলেছেন। বিদেশের মাটিতে (Indian subcontinent-এর বাইরে) এটাই প্রথম ২৫০+ রানের ইনিংস ভারতের কোনও ব্যাটারের — আগের রেকর্ড ছিল সচিনের ২৪১ (অস্ট্রেলিয়া, সিডনি, ২০০৪) রান। ইংল্যান্ডে ভারতীয়দের মধ্যে গিলের সর্বোচ্চ ইনিংস।ইংল্যান্ডে ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করা খেলোয়াড়:সুনীল গাভাসকর (২২১, ১৯৭৯, ওভাল)রাহুল দ্রাবিড় (২১৭, ২০০২, ওভাল)শুভমন গিল (২৬৯, ২০২৫, এজবাস্টন)সুনীল গাভাসকরের ২২১-র রেকর্ড পেরিয়ে যান শুভমন গিল। ইংল্যান্ডে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন গিলের। অধিনায়ক হিসেবে গিলের অনন্য কীর্তি। ইংল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে দ্বিশতক করা প্রথম অধিনায়ক হয়েছেন শুভমন গিল। এর আগের রেকর্ড ছিল মহম্মদ আজহারউদ্দিনের ১৭৯ (১৯৯০, ওল্ড ট্র্যাফোর্ড)।বিরাট কোহলির-র ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করা ২৫৪-এর রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন শুভমন গিল। এখন অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ স্কোর শুভমনের (২৬৯)।SENA দেশগুলিতে এশিয়ার অধিনায়ক হিসাবে ইতিহাস গড়েছেন শুভমন গিল। SENA (South Africa, England, New Zealand, Australia) দেশগুলিতে টেস্টে দ্বিশতক করা প্রথম এশীয় অধিনায়ক শুভমন গিল। আগের সর্বোচ্চ ছিল তিলকরত্নে দিলশানের ১৯৩ (লর্ডস, ২০১১)। সবচেয়ে কম বয়সে দ্বিশতক করা অধিনায়কদের তালিকায় জায়গা করেছেন গিল। শুভমন গিল (২৫ বছর ২৯৮ দিন) হলেন ভারতের দ্বিতীয় কনিষ্ঠ অধিনায়ক, যিনি টেস্টে দ্বিশতক করলেন। প্রথম স্থানে রয়েছেন মনসুর আলি খান পাতৌদি – ২৩ বছর ৩৯ দিন (১৯৬৪, দিল্লি)।ইংল্যান্ডে অধিনায়ক হিসেবে টেস্টে দ্বিশতক করেছেন মোট ১১ জন: ৪ জন ইংল্যান্ডের, ৭ জন সফরকারী। শুধুমাত্র গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) গিলের চেয়েও কম বয়সে এই কীর্তি গড়েছেন (২২ বছর ১৭৫ দিন, ২০০৩ সালে এজবাস্টন ও লর্ডসে ২৭৭ ও ২৫৯ রান)।