ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলেইন মুস্তাক। তিনি দাবি করলেন ভারতীয় দল যদি সত্যিই বিশ্বের সেরা দল হয়, তাহলে তিন ফরম্যাটেই পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া যেন দশটি করে ম্যাচ খেলে, তাহলেই একমাত্র বোঝা যাবে সত্যিকারের কোন দল সেরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের লজ্জায় মুখ না লুকিয়ে অযথা চ্যালেঞ্জ করলেন তিনি ভারতকে।
আরও পড়ুন-নাকে কেঁদে লাভ নেই! ভারতকে দুবাইয়ে খেলতে হওয়া বাকিদের মতো হইচইয়ে রাজি নন কিউয়িরা
পাকিস্তানকে হেলায় হারায় ভারত
ভারতীয় দলের তারকা সমন্বিত প্রথম একাদশের বিরুদ্ধে পাকিস্তানের ১১জন ক্রিকেটারের তেমন কেউই নজর কাড়তে পারেননি। বিরাট কোহলি তো নিজের কেরিয়ারের ৫১তম ওডিআই শতরানও করে ফেলেছেন সেই ম্যাচে। দেশ জুড়ে পাক ক্রিকেটারদের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে সমালোচনা চললেও একমাত্র পাকিস্তান বোলার হিসেবে দুটি বিশ্বকাপে হ্যাটট্রিক করা সাকলেইন মুস্তাক হাঁটলেন ক্রিকেটারদের ব্যর্থতা ঢাকার দিকেই।
ভারতকে চ্যালেঞ্জ পাক তারকার
পাকিস্তানের ৯০র দশকের অন্যতম জনপ্রিয় এই স্পিনার তথা পাক দলের প্রাক্তন হেড কোচ বলছেন, ‘যদি আমরা রাজনীতি দূরে সরিয়ে রাখি, তাহলে এই দলও খুব ভালো, আর ওরা ভালো ক্রিকেট খেলছে। তবে যদি ভারত সত্যিই ভালো দল হয়, তাহলে আমার মনে হয় পাকিস্তানের সঙ্গে ১০টি টেস্ট, ১০টি ওডিআই এবং ১০টি টি২০ ম্যাচ খেলা উচিত, তাহলেই পরিস্কার হয়ে যাবে কারা বর্তমান যুগের সেরা দল ’।
পাকিস্তান ক্রিকেটকে নিয়ে আশায় সাকলেইন-
এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯৬ উইকেটের মালিক সাকলেইন মুস্তাক আরও বলেন, ‘যদি আমাদের দেশের প্রস্তুতি ঠিকঠাক থাকে আর আমাদের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি, তাহলে আমরা গোটা বিশ্বক্রিকেটকেই কড়া জবাব দিতে পারব মাঠে। ভারতের বিপক্ষেও লড়াই দেওয়ার মতো জায়গায় আসব ’।
ভারত-নিউজিল্যান্ডের কাছে হেরে শুরুতেই বিদায়-
প্রসঙ্গত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ICC Champions Trophyর প্রথম ম্যাচে ৬০ রানে হারের পরই পাকিস্তান কার্যত খাদের কিনারায় চলে গেছিল। শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে জিততেই হত মহম্মদ রিজওয়ানের দলকে। কিন্তু ভারতীয় দল সেই ম্যাচ ৬ উইকেটে জিতে নেয়, হাতে অনেক ওভার বাকি রেখেই। পরের দিন নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হারকেই আয়োজক দেশ পাকিস্তানেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে যায়।