শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাঞ্চেস্টারে প্রথম টেস্ট জিতে নিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে এগিয়ে থেকে ম্যাচ জিততে তাঁদের খুব বেশি কাঠখড় পোড়াতে হল না। সহজেই দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা দল লিড নেওয়ার ধারে কাছে যেতে পারেনি, কারণ প্রথমে ব্যাট করে লঙ্কানরা মাত্র ২৩৬ রানেই অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দল ৩৫৮ রান তোলে। অর্থাৎ প্রায় 1২২ রান বেশি লিড ছিল ইংল্যান্ডেরই।
আরও পড়ুন-ক্রিকেট ছেড়ে ব্যাডমিন্টন কোর্টে মাহি! ফুল ফিট ধোনি খেলবেন আইপিএলে? আসায় ভক্তরা…
এরপর লঙ্কান শিবিরের ব্যাটাররা ভালোই লড়াই দেন। কিন্তু প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতার চাপ তাঁদের দ্বিতীয় ইনিংসেও তাড়া করে বেড়ায়। ফলে দ্বিতীয় ইনিংসের হিসেবে ভালো রান তুললেও ইংল্যান্ডের যে রানের লিড ছিল, সেই অনুযায়ী দ্বিতীয় ইনিংসে বড় রানের লক্ষ্যমাত্রা খাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। জয়ের জন্য ইংল্যান্ডের জন্য লক্ষ্যমাত্রা ছিল ২০৫ রান। সেই রান সহজেই তুলে নেয় ইংরেজরা।
আরও পড়ুন-পুত্র সন্তানের জন্মের পর প্রথম উইকেট!বাংলাদেশের হাসানকে ফিরিয়ে সেলিব্রেশন শাহিনের
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে করে ৩২৬ রান। শতরান করেন কামিন্দু মেন্ডিস। ১৮৩ বলে ১১৩ রানের ঝকঝকেই ইনিংস খেলেন তিনি। বিপক্ষের মাঠে গিয়েও অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল জুটি ভালো প্রতিরোধ গড়ে তুলেছিলেন। যদিও ম্যাচ জেতার জন্য তা যথেষ্ট ছিল না। অ্যাঞ্জেলো ম্যাথিউজ করেন ৬৫ রান। দিনেশ চান্দিমাল করেন ৭৯ রান।
আরও পড়ুন-৯ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া মুশফিকুরের! প্রথম টেস্টে পাক বোলারদের লজ্জা দিল বাংলাদেশ…
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ব্যাটাররা সময় হাতে নিয়েই খেলতে থাকেন। সবেমাত্র চতুর্থ দিন হওয়ায় ম্যাচ জেতার জন্য হাতে অনেক সময় ছিল ব্রুক,রুটদের। সেই সময় পুরোপুরি কাজে লাগিয়েই ম্যাচে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। বেন ডাকেটের উইকেট দ্রুত হারালেও পচা শামুকে পা কাটেনি ইংল্যান্ডের। এরপর ওলি পোপও দ্রুত সাজঘরে ফেরেন। কিন্তু ড্যান লরেন্সকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ে তোলেন জো রুট। ৩৪ রানে ড্যান লরেন্স আউট হয়ে সাজঘরে ফিরলেও জো রুট অর্ধশতরান করেন। হ্যারি ব্রুক করেন ৩২ রান। জেমি স্মিথ এরপর নেমে করেন ৩৯ রান। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হাতে থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাঞ্চেস্টার টেস্ট জিতে নিল ইংল্যান্ড। সিরিজ ১-০ এগিয়ে যায় ইংল্যান্ড।