আইপিএল ২০২৪ এখনও শুরুই হয়নি। ইতিমধ্যেই আইপিএল থেকে সরে দাঁড়ানো ইংল্যান্ডের ক্রিকেটারের সংখ্যা বেড়েই চলেছে। কলকাতা নাইট রাইডার্সের দুই ব্রিটিশ তারকা গাস অ্যাটকিনসন ও জেসন রয় ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেকে নাম তুলে নিয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড সরে দাঁড়িয়েছেন আসন্ন আইপিএল থেকে। এবার সেই তালিকায় নাম লেখালেন হ্যারি ব্রুক।
এবারের আইপিএল নিলাম থেকে হ্যারি ব্রুককে ৪ কোটি টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ব্যক্তিগত কারণে এবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামবেন না বলে জানিয়ে দেন ব্রুক। উল্লেখযোগ্য বিষয় হল, ব্রুক প্রাথমিকভাবে ভারত সফরের জন্য ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে নির্বাচিত হয়েছিলেন। তবে একেবারে শেষ মুহূর্তে তিনি ভারত সফরের জাতীয় দল থেকে সরে দাঁড়ান।
একের পর এক ব্রিটিশ ক্রিকেটারের শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘটনায় খুশি নয় ফ্র্যাঞ্চাইজিরা। বিষয়টি নিয়ে বোর্ডের দৃষ্টি আকর্ষণ করার কথা ভাবছে অনেক দলই। হ্যারি ব্রুক প্রথমবার আইপিএলের আঙিনায় মাথা গলিয়ে দেন ২০২৩ সালে। সেবার ১৩.২৫ কোটি টাকার বিশাল মূল্যে ব্রুককে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
যদিও ব্রুক নিজের পারফর্ম্যান্স দিয়ে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির আস্থা অর্জন করতে পারেননি। তিনি ১১টি ম্যাচে মাঠে নেমে ২১.১১ গড়ে মোটে ১৯০ রান সংগ্রহ করেন। তাও ১টি ইনিংসেই তিনি ১০০ রান সংগ্রহ করেন। অর্থাৎ, বাকি ১০টি ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ৯০ রান। ব্রিটিশ তারকার পারফর্ম্যান্সে খুশি না হওয়ায় সানরাইজার্স এবছর আইপিএল নিলামের আগে স্কোয়াড থেকে ছেড়ে দেয় ব্রুককে।
আইপিএলে নিজের আবির্ভাব মরশুমে ব্যাট হাতে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিতে না পারলেও হ্যারি ব্রুকের টি-২০ কেরিয়ার রীতিমতো চমকপ্রদ। বিশেষ করে আগ্রাসী ভঙ্গিতে ব্যাটিং করেন বলে ২০ ওভারের ক্রিকেট তাঁকে তুলনায় কার্যকরী বলে মনে করা হয়।