বিশ্বকাপ শেষ হয়েছে গত কয়েক সপ্তাহ আগেই। সেই রেশ কাটতে না কাটতেই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেছে। এই মুহূর্তে চলছে প্রোটিয়া সফরও। এই কিছুর মধ্যেই দামামা বেজে গিয়েছে ২০২৪ আইপিএলের। যদিও এই টুর্নামেন্ট শুরু হতে বেশ কয়ের মাস দেরি রয়েছে। তবে তার আগে হয়ে যাচ্ছে নিলাম পর্ব। মোট ৩৩৩ জন ক্রিকেটার এই নিলামে অংশ নিয়েছে। যার মধ্যে মাত্র ৭৭ জন ক্রিকেটারকে বেঁছে নেওয়া হবে। এই ৭৭ জনের মধ্যেই রয়েছে ৩০ জন বিদেশি ক্রিকেটার। অর্থাৎ ১০ দল তাদের ঘর গোছাতে নেমে পড়বে।
এই নিলামে অংশ নেওয়া ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে রয়েছে ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি। যার মধ্যে আবার ১১৬ জন ক্রিকেটার যারা এর আগে খেলেছেন। তবে উল্লেখযোগ্য ভাবে ২১৫ জন ক্রিকেটার অংশ যারা এখনও কোনও দলে সুযোগ পাননি। একেবারে নতুন বলা যায়। যার মধ্যে রয়েছে বাংলার বেশ কয়েক জন ক্রিকেটারও। ফলে এবারের নিলাম পর্ব বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা গতবার একেবারেই সাফল্যের মুখ দেখতে পারেনি তাদের জন্য।
এই নিলামে বেশ কিছু দল রয়েছে যাদের হাতে অনেকটা টাকা রয়েছে। আবার বেশ কিছু দল রয়েছে, যাদের হাতে খুব একটা বেশি টাকাও নেই। যেমন গুজরাট টাইটানসের হাতে রয়েছে ৩৮.১৫ কোটি। সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৩৪ কোটি। কলকাতা নাইট রাইডার্স তারা নামছে ৩২.৭ কোটি টাকা নিয়ে। অপরদিকে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ৩১.৪ কোটি টাকা নিয়ে নামছে। এছাড়াও পঞ্জাব কিংস ২৯.১ কোটি, দিল্লি ক্যাপিটালস ২৯.৯৫ কোটি, আরসিবি ২৩.২৫ কোটি, লখনউ সুপার জায়ান্ট ১৩.১৫ কোটি, মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৭৫ কোটি এবং রাজস্থান ১৪.৫ কোটি টাকা নিয়ে নামছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএলের নিলাম পর্ব কখন কোথায় দেখাবে যাবে।
২০২৪ আইপিএলের নিলাম পর্ব কবে?
২০২৪ আইপিএলের নিলাম পর্ব অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর।
২০২৪ আইপিএলের নিলামের আসর কোথায় বসছে?
২০২৪ আইপিএলের নিলামের আসর বসছে দুবাইয়ের কোকা কোলা এরিনাতে। এই প্রথমবার দেশের বাইরে বসছে নিলামের আসর।
২০২৪ আইপিএলের নিলাম কখন শুরু হবে?
২০২৪ আইপিএলের নিলাম পর্ব শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ।
২০২৪ আইপিএলের নিলাম টিভিতে কোথায় দেখা যাবে?
২০২৪ আইপিএলের নিলাম টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
২০২৪ আইপিএলের নিলাম অনলাইনে কোথায় দেখা যাবে?
২০২৪ আইপিএলের নিলামের অনলাইন লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমাতে। এছাড়াও আপনি আইপিএলের নিলামের খুটিনাটি জানার জন্য চোখ রাখতেই পারেন হিন্দুস্তান টাইম বাংলার লাইভ ব্লগে।