অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে মাত্র এক পয়েন্ট পেয়েছে আফগানিস্তান। এর ফলে নিজেদের অ্যাকউন্টে মাত্র তিন পয়েন্ট নিয়ে গ্রুপ লিগে আশার আলোর দিকে তাকিয়ে রয়েছে হাশমতউল্লাহ শাহিদিরা। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘বি’ থেকে ইতিমধ্যেই সেমিতে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসাবে কারা শেষ চারে উঠবে সেটাই দেখার।
গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে ওঠার তালিকায় দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান রয়েছে। জটিল ও কঠিন অঙ্কের মধ্যেই ঝুলে রয়েছে আফগানদের ভাগ্য, তবে এরপরেও আশা ছাড়ছেন না হাশমতউল্লাহ শাহিদিরা। শনিবার ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে তারা তাকিয়ে রয়েছে। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার পরে তারই ইঙ্গিত দিলেন আফগানিস্তানের অধিনায়ক। চলুন দেখে নেওয়া যাক ম্যাচের পরে হাশমতউল্লাহ শাহিদি কী কী বলেছিলেন?
এখনও আশাবাদী আফগানিস্তান-
এখনও হাল ছাড়ছে না আফগানিস্তান। পথটা কঠিন হলেও ইংল্যান্ডের দিকে তাকিয়ে রয়েছ তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পরে আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলেন, ‘টুর্নামেন্ট সম্পর্কে বলতে গেলে, কখন কী হয় বলা যায় না। এখনও আমাদের আশা আছে, আশা করি ইংল্যান্ড বড় ব্যবধানে জিতবে।’
আরও পড়ুন … কমপক্ষে ২০৭ রানে হারতে হবে দক্ষিণ আফ্রিকাদের! আফগানদের সেমিতে ওঠার অঙ্ক ভয়ংকর
আমাদের ৩০০-এর বেশি রান করা উচিত ছিল- হাশমতউল্লাহ
হাশমতউল্লাহ শাহিদি বলেন, ‘দুর্ভাগ্যজনক যে ম্যাচটি কোনও ফল ছাড়াই শেষ হল। ভালো ম্যাচ হচ্ছিল। আমার মনে হয়, আমাদের ৩০০-এর বেশি রান করা উচিত ছিল, কিন্তু তারা মাঝের ওভারগুলোতে ভালো বোলিং করেছে। ২৭০ একটা ভালো স্কোর ছিল, কিন্তু আমরা বল হাতে ভালো শুরু করতে পারিনি। অনেক বেশি ওয়াইড বল দিয়েছি এবং তাদের মারার সুযোগ করে দিয়েছি। আমরা এখান থেকে শিক্ষা নেব।’
আরও পড়ুন … WPL 2025: ১৪.৩ ওভারেই ১২৪ তুলে MI-কে ধ্বংস করল DC! দৌড়ে এসে অবিশ্বাস্য ক্যাচ সাদারল্যান্ডের
সাদিকউল্লাহ অটল টিমের বিশ্বাস জিতেছেন- হাশমতউল্লাহ
সাদিকউল্লাহ অটল সম্পর্কে হাশমতউল্লাহ শাহিদি বলেন, ‘এ দিন সে খুব ভালো খেলেছে। প্রথম দুই ম্যাচে সে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কামব্যাকটা দারুণ ছিল। এটা তার প্রথম আইসিসি টুর্নামেন্ট, এবং সে চাপের মধ্যে থেকে থেকে ভালোই খেলেছে।’
আরও পড়ুন … স্বস্তি ভারতীয় শিবিরে! নেটে ব্যাটিং রোহিতের, শামির ফিটনেস নিয়ে বার্তা রাহুলের
ওমরজাই সত্যিই টপ ক্লাস খেলোয়াড়- হাশমতউল্লাহ
এরপরে ওমরজাই সম্পর্কে কথা বলতে গিয়ে হাশমতউল্লাহ শাহিদি বলেন, ‘ওমরজাই সত্যিই টপ ক্লাস খেলোয়াড়, এজন্যই সে ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড় হয়েছে। সে সবসময় আমাদের জন্য পারফর্ম করে। দারুণ ভূমিকা রাখে, ইংল্যান্ডের বিরুদ্ধেও পাঁচ উইকেট নিয়েছিল, আর এ দিনও চাপের মধ্যে ইতিবাচক মনোভাব নিয়ে খেলেছে।’
নিজের ব্যাটিং নিয়ে হতাশ আফগান অধিনায়ক-
নিজের ব্যাটিং নিয়ে হতাশ হাশমতউল্লাহ শাহিদি বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে এ দিন আমার জন্য খারাপ দিন ছিল। কোচের সঙ্গে আলোচনা করব কোথায় ভুল করেছি। আমার ইনিংস স্ট্রাইক রেটের দিক থেকে ধীরগতির ছিল। এখান থেকে শিক্ষা নেব।’