রবিবার চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নেমে চেন্নাইয়ের সেরার সেরা হয়ে উঠতে পারেন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। ধোনি চেন্নাইয়ের হয়ে আইপিএলে সব থেকে বেশি রানের মালিক হতে পারেন। জাদেজা পরিণত হতে পারেন আইপিএলে সুপার কিংসের সর্বোচ্চ উইকেটশিকারী। এই ম্যাচে একাই জোড়া নজির গড়তে পারেন মুম্বইয়ের রোহিত শর্মা।
রায়নার রেকর্ড ভাঙতে পারেন ধোনি
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে মাত্র ১৯ রান করলেই আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারে পরিণত হবেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ভেঙে দিতে পারেন সুরেশ রায়নার সর্বকালীন রেকর্ড। আপাতত আইপিএলে চেন্নাইয়ের হয়ে সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে রায়নার। তিনি চেন্নাইয়ের জার্সিতে মোট ৪৬৮৭ রান সংগ্রহ করেছেন। ধোনির খাতায় রয়েছে ৪৬৬৯ রান।
ব্র্যাভোর রেকর্ড ভাঙতে পারেন জাদেজা
জাদেজার সামনে দুরন্ত নজির গড়ার সুযোগ থাকলেও তাঁর কাজ সহজ হবে না মোটেও। আসলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেটশিকারীতে পরিণত হলে হলে জাদেজার প্রয়োজন ৮টি উইকেট। একটি আইপিএল ম্যাচে ৮ উইকেট নেওয়া নিতান্ত কঠিন সন্দেহ নেই। তাই এই ম্যাচে না হলেও জাদেজা চলতি আইপিএলেই ডোয়েন ব্র্যাভোর রেকর্ড ভেঙে দিতে পারেন। ব্র্যাভো চেন্নাইয়ের হয়ে আইপিএলে সব থেকে বেশি ১৪০টি উইকেট সংগ্রহ করেছেন।
দুরন্ত ডাবলের সামনে জাদেজা
জাদেজা অবশ্য আইপিএলের ইতিহাসে দুর্দান্ত এক ডাবল পূর্ণ করতে পারেন এই ম্যাচে। তিনি মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচে ৪১ রান করলেই আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০০ রান ও ১০০ উইকেটের মালিক হবেন।
অনবদ্য ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় ধোনি
ধোনি এই ম্যাচে উইকেটকিপার হিসেবে ৬টি শিকার ধরলে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি পূর্ণ করবেন। সেক্ষেত্রে আইপিএলের ইতিহাসে প্রথম কিপার হিসেবে ক্যাচ ও স্টাম্প মিলিয়ে ২০০ শিকার ধরার কৃতিত্ব অর্জন করবেন মাহি।
এলিট লিস্টে কার্তিককে টপকানোর অপেক্ষায় রোহিত
রোহিত শর্মা চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামা মাত্রই দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়বেন। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ খেলার নিরিখে এককভাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসবেন হিটম্যান। তিনি পিছেন ফেলে দেবেন দীনেশ কার্তিককে। রোহিত ও কার্তিক উভয়েই এখনও পর্যন্ত ২৫৭টি করে আইপিএল ম্যাচ খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সব থেকে বেশি ২৬৪টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি।
রোহিতের নজরে ৪০০-র মাইলস্টোন
রোহিত চেন্নাইয়ের বিরুদ্ধে ১টি চার মারলেই আইপিএলের ইতিহাসে ৬০০টি চার মারা চতুর্থ ক্রিকেটারে পরিণত হবেন। আপাতত রোহিত আইপিএলে ৫৯৯টি চার মেরেছেন। এই নিরিখে তাঁর সামনে রয়েছেন শিখর ধাওয়ান (৭৬৮), বিরাট কোহলি (৭০৯) ও ডেভিড ওয়ার্নার (৬৬৩)।