বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম সংস্করণে তাঁর দল ফের হারের মুখে পড়েছে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩১ রানে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে তারা এই আইপিএল মরশুমে টানা দ্বিতীয় ম্যাচে হারল। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা নিয়ে বহু সমালোচনা হয়েছে। আর হার্দিকের নেতৃত্বে মুম্বই টানা দু'ম্যাচ হারায় নিন্দুকদের সমালোচনা আরও তীব্র আকার নিয়েছে। নিঃসন্দেহেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক শুরুটা মোটেও ভালো করতে পারেননি।
এদিন টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায় হার্দিক। আর শুরু থেকেই হায়দরাবাদের ব্যাটাররা ঝড় বইয়ে দেন। তিন উইকেট হারিয়ে তাঁরা ২৭৭ রানের রেকর্ড স্কোর করেন। এখানেই কার্যত ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল মুম্বইয়ের। এর পর রান তাড়া করতে নেমে মুম্বই দুরন্ত লড়াই করে বটে, তবে তারা ৫ উইকেট হারিয়ে ২৪৬ রানই করতে পারে। এটি আইপিএলের ইতিহাসের মুম্বইয়ের করা সর্বোচ্চ দলীয় স্কোর। তবে নিজেদের সর্বোচ্চ রান করেও জিততে পারেনি হার্দিকের দল।
তবে পাহাড় প্রমাণ স্কোর তাড়া করতে নেমে মুম্বইয়ের ব্যাটাররা যে ভাবে লড়াই করেছেন, যে রকম প্রচেষ্টা তাঁরা চালিয়েছেন, তাতে উচ্ছ্বসিত হার্দিক পান্ডিয়া। তিনি স্বীকার করে নিয়েছেন যে, এই স্কোর তাড়া করাটা মোটেও সহজ ছিল না।
ম্যাচের পরে হার্দিক দাবি করেছেন, ‘উইকেট নিঃসন্দেহে ভালো ছিল। কিন্তু ২৭৭ বিশাল রান। আপনি যতই ভালো বা খারাপ বোলিং করুন না কেন, প্রতিপক্ষ যদি ২৭৭ রান করে ফেলে, তার মানে তারা খুব ভালো ব্যাটিং করেছে। বোলারদের খারাপ বলব না। এই পিচে বল করাটা কঠিন ছিল। এই উইকেটে দুই ইনিংসে মিলিয়ে ৫০০ রানের কাছাকাছি হয়েছে। এখানে ব্যাটাররা পুরো সুবিধে পেয়েছ। আমরা কয়েকটি আলাদা জিনিস চেষ্টা করতে পারতাম, কিন্তু আমাদের বোলিং আক্রমণে তরুণদের সংখ্যা বেশি। এবং আমাদের আরও শিখতে হবে।’
আরও পড়ুন: শিবমকে নিজের হাতে তৈরি করেছেন ধোনি, দাবি CSK অধিনায়কের
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘প্রত্যেকেই ভালো ব্যাট করেছে। তিলক, রো, ইশান প্রত্যেকেই দুরন্ত ছিল। সবাই সত্যিই ভাল ব্যাটিং করেছে। তবে কিছু জিনিস আছে, যা আমাদের ঠিক করতে হবে। তা হলেই সবটা পুরো ঠিক হয়ে যাবে।’
এদিকে ১৭ বছরের তরুণ কোয়েনা মাফাকা অভিষেকেই ধাক্কা খেয়েছেন। তিনি এদিন ৪ ওভার বল করে ৬৬ রান দিয়েছেন। ইকোনমি রেট ১৬.৫০। ৭টি চার এবং ৫টি ছক্কা হজম করেছেন মাফানা। একটিও উইকেট নিতে পারেননি। হার্দিক অবশ্য মাফাকার পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘আমি মনে করি, ও অসাধারণ ছিল। প্রথম ম্যাচ খেলতে নেমে, এরকম দর্শক দেখে, ও কিছুটা অভিভূত হয়ে পড়েছিল। তবে ওর নিজের দক্ষতা রয়েছে। ওকে শুধু আরও বেশি গেম টাইম দিতে হবে।’