বিগত দিনেও ভারতীয় ক্রিকেট ভক্তরা মাঠে 'পুষ্পা সেলিব্রেশন' দেখেছেন। তবে তা করতে দেখা যেত অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নরকে। তবে এবার সেই অস্ট্রেলিয়ার মাঠে এবার এক ভারতীয় ক্রিকেটার দেখালেন 'পুষ্পা সেলিব্রেশন'। বর্ডার-গাভসকর ট্রফির চতুর্থ টেস্টের তৃতীয় দিনে জীবনের প্রথম টেস্ট অর্ধশতরানে পৌঁছলেন নীতীশ কুমার রেড্ডি। আর তারপরই 'পুষ্পা' সিনেমায় আল্লু অর্জুনের চরিত্রের মতো করে দাড়িতে হাত বোলানোর অঙ্গভঙ্গি করেন নীতীশ। তবে সিনেমার চরিত্রের মতো সেই অঙ্গভঙ্গি করতে ডান হাত নয়, বরং ব্যবহার করেন ব্যাটের। আর তা দেখে কমেন্ট্রিতে থাকা সুনীল গাভাসকরও বলে ওঠেন - 'পুষ্পা'। (আরও পড়ুন: 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড', পিচে গড়িয়ে পড়ে আউট পন্ত, দলকেও ফেলে গেলেন খাদে?)