শুভব্রত মুখার্জি:- ব্যাজবল ক্রিকেট- ইতিমধ্যেই ক্রিকেট জগতে এই টার্মটি অত্যন্ত জনপ্রিয় একটি শব্দ। লাল বলের ফর্ম্যাট অর্থাৎ টেস্ট ক্রিকেটে কার্যত টি-২০ ঢঙে ব্যাটিং করাকেই বলা হয় ব্যাজবল। এই শব্দটির জন্মদাতা নিঃসন্দেহে ইংল্যান্ডের সিনিয়র পুরুষ ক্রিকেট দল। হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক বেন স্টোকসের অধিনায়কত্বে ইংল্যান্ড দল গত এক বছরের বেশি সময়ে এই ব্র্যান্ডের ক্রিকেট খেলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
এমনকি জো রুটের মতন ধ্রুপদী ব্যাটারকেও এই ঘরানায় দেখা গিয়েছে টেস্টে রিভার্স স্কুপের মতন শট খেলতে। যে ইংল্যান্ডে জন্ম এই ব্যাজবলের, সেখানেই এবার দর্শকরা সাক্ষী থাকল উলট পুরানের। কার্যত 'রিভার্স গিয়ারে' ব্যাজবল ঘরানায় ব্যাট করলেন বাবা-ছেলে। যেখানে বলের পর বল তারা কার্যত কোনও রান না করে উইকেটে টিকে থাকলেন।
হ্যাঁ, এমন অদ্ভুত ঘটনাই ঘটে গিয়েছে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে। ব্যাজবলের জন্মদাতা দেশেই ক্লাব ক্রিকেটে ২০৮ বল খেলে মাত্র চার রান করলেন বাবা-ছেলের জুটি। শনিবার ক্লাব ক্রিকেটে ঘটে গিয়েছিল এক বিরলতম ঘটনা। যেখানে ওপেনিং ব্যাটার বেস্টউইক ১৩৭ বল খেলেন।তবে একটি রানও করেননি তিনি। মিকেলওভার তৃতীয় একাদশ মুখোমুখি হয়েছিল ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশের।
ডার্লি অ্যাবি ক্লাবের হয়ে ব্যাট করতে নামেন ইয়ান বেস্টউইক। তাঁর দল ৪৫ ওভার শেষে করেছে ২১ রান। হারিয়েছে ৪টি উইকেট। জয়ের থেকে এখনও তারা রয়েছে ২৫১ রান দূরে। ডার্বিশায়ার ক্রিকেট লিগের ক্রমতালিকায় একেবারে তলার দিকেই রয়েছে এই দুই ক্লাব।
ইয়ান বেস্টউইকের পুত্র থমাস বেস্টউইক অন্যদিকে খেলেছেন ৭১ বল। তিনি করেছেন ৪ রান। অন্যদিকে নিকোলাস কাটিং ৩৪ বল খেলে করেছেন শূন্য রান। অতিরিক্ত রান এসেছে ৯। মিকেলওভারের হয়ে ইনিংসে সূচনা করেন ম্যাক্স থমসন। তিনি ১২৮ বলে ১৮৬ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। ফলে ৩৫ ওভারে তাঁর দল করে চার উইকেটে ২৭১ রান। তার পরে ইনিংস ডিক্লেয়ার করে তারা। ম্যাচ শেষে মিকেলওভার পেয়েছে ১৮ পয়েন্ট। ডার্লি অ্যাবি অন্যদিকে পেয়েছে ৩ পয়েন্ট।