বাংলা নিউজ > ক্রিকেট > NZ vs PAK 1st ODI: জলে গেল বাবরের হাফ-সেঞ্চুরি, চাপম্যানের দাপটে নিউজিল্যান্ড সফরে ফের দিশেহারা পাকিস্তান
পরবর্তী খবর
NZ vs PAK 1st ODI: জলে গেল বাবরের হাফ-সেঞ্চুরি, চাপম্যানের দাপটে নিউজিল্যান্ড সফরে ফের দিশেহারা পাকিস্তান
2 মিনিটে পড়ুন Updated: 29 Mar 2025, 11:56 AM ISTAbhisake Koley
NZ vs PAK 1st ODI: টি-২০ সিরিজি বিধ্বস্ত করার পরে প্রথম ওয়ান ডে ম্যাচেও পাকিস্তানকে হেলায় হারাল নিউজিল্যান্ড।
Ad
প্রথম ওয়ান ডে ম্যাচে পাকিস্তানকে হেলায় হারাল নিউজিল্যান্ড। ছবি- এএফপি।
বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ল্যাজেগোবরে হয় পাকিস্তান। একটি ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নিলেও চারটি ম্যাচে কার্যত কিউয়িদের কাছে আত্মসমর্প করে পাক দল। এবার বাবর-রিজওয়ানরা দলের সঙ্গে যোগ দিলেও ওয়ান ডে সিরিজের শুরুতে ছবিটা বদলাল না মোটেও। সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে উড়িয়ে দেয় নিউজিল্যান্ড।
শনিবার নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে নিউজিল্যান্ড ও পাকিস্তান। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৪৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সৌজন্যে মার্ক চাপম্যানের দুর্দান্ত শতরান। এছাড়া হাফ-সেঞ্চুরি করেন ডারিল মিচেল ও মহম্মদ আব্বাস।
দাপুটে শতরান চাপম্যানের
চাপম্যান ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ৯৪ বলে। সাহায্য নেন ১১টি চার ও ৪টি ছক্কার। শেষমেশ ১৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১৩২ রান করে মাঠ ছাড়েন চাপম্যান। ডারিল মিচেল ৭৬ রান করে আউট হন। ৮৪ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন।
এছাড়া অভিষেককারী মহম্মদ আব্বাস ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৬ বলে ৫২ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ওয়ান ডে অভিষেকে দ্রুততম হাফ-সেঞ্চুরির (২৪ বলে) রেকর্ড গড়েন। বাকিরা কেউই বলার মতো রান পাননি। ক্যাপ্টেন ব্রেসওয়েল ৯ রান করে সাজঘরে ফেরেন। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নিলেও ৫ ওভারে ৫১ রান খরচ করেন ইরফান খান। ১০ ওভারে ৩৮ রান খরচ করে ২টি উইকেট নেন হ্যারিস রউফ।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান কোনও সময়েই জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি। তারা শেষমেশ ৪৪.১ ওভারে ২৭১ রানে অল-আউট হয়ে যায়। ৭৩ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। পাকিস্তান হারায় ব্যর্থ হয় বাবর আজম ও সলমন আঘার জোড়া হাফ-সেঞ্চুরি।
ব্যর্থ হয় বাবর-সলমনের লড়াই
বাবর আজম ৮৩ বলে ৭৮ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। সলমন আঘা ৪৮ বলে ৫৮ রান করেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। আবদুল্লা শফিক ৩৬, উসমান খান ৩৯ ও ক্যাপ্টেন রিজওয়ান ৩০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।